রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিড়ালের র্যাম্প শো এবং বিড়ালকে যেমন খুশি তেমন সাজাও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রাজশাহী ইউনিভার্সিটি অ্যাগ্রিকালচারাল ক্লাব প্রথমবারের মতো এ প্রতিযোগিতার আয়োজন করে।
সংশ্লিষ্টরা বলছে, বিড়ালের র্যাম্প শো এবং বিড়ালকে যেমন খুশি তেমন সাজাও—এ দুই প্রতিযোগিতায় অংশ নিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী জেলার প্রায় ৭০ জন প্রতিযোগী রেজিস্ট্রেশন করেছিলেন। এ ছাড়া প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য ছিল আকর্ষণীয় পুরস্কার। র্যাম্প শো প্রদর্শন ও সাজানোর ওপর ভিত্তি করে বিচারকদের মূল্যায়নে ছয়জন বিজয়ীকে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়। এদিকে র্যাম্প শো শেষে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
সরেজমিন দেখা যায়, র্যাম্প শোতে অংশ নিতে বিড়ালগুলোকে বিভিন্ন আঙ্গিকে সাজিয়ে এনেছেন তাদের পালকেরা। বিড়ালের চোখে সানগ্লাস, গায়ে শাড়ি পরানো, গলায় বিভিন্ন রঙের ফিতা, গায়ে দামি পোশাক, বিড়ালের মাথায় টুপি, কোমরে বেল্ট, বিড়ালের গায়ে বিভিন্ন অলংকার পরানো, বিড়ালের মাথায় মুকুট পরিয়ে বিভিন্ন সাজে সজ্জিত করে এ প্রতিযোগিতায় প্রদর্শন করতে দেখা যায়।
বিড়ালকে বর ও রানি এলিজাবেথ সাজিয়ে ‘যেমন খুশি তেমন সাজাও’ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সাবা সরকার নামে এক তরুণী। তিনি রাজশাহী শহরের বর্ণালি এলাকা থেকে এ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বিড়ালের র্যাম্প শো দারুণ এক প্রতিযোগিতা। আমি এই প্রথম এমন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। খুবই ভালো লাগছে এমন একটা প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরে।’
রাজশাহীর হেতেম খাঁ বড় মসজিদ থেকে এসেছেন সানজিদা সাজ্জাদ ঐশী। তিনি তাঁর বিড়ালকে ডাক্তার সাজিয়ে উপস্থাপন করেছেন। ঐশী আজকের পত্রিকাকে বলেন, ‘অসম্ভব সুন্দর একটা প্রোগ্রাম ছিল। আমার বিড়ালকে আমি ডাক্তার সাজিয়ে সবার সামনে প্রদর্শন করেছি। আমার বিড়ালও অনেক উপভোগ করেছে। এমন প্রোগ্রাম হলে আবারও অংশগ্রহণ করব।’
বিড়ালকে চিত্রনায়িকা পরীমনি সাজিয়েছেন হৃদিতা নামের এক প্রতিযোগী। তিনি পদ্মা আবাসিক এলাকা থেকে এসেছেন। হৃদিতা আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বিড়ালের পারফরমেন্স খুব ভালো হয়েছে। আমার বিড়াল খুবই শান্তশিষ্ট। ওকে আজকে পরীমনি সাজিয়ে এখানে উপস্থাপন করা হয়েছে। দারুণ পারফর্ম করেছে আমার বিড়াল। তার (বিড়াল) ভালো পারফর্মে পুরস্কার পেয়েছি আমি।’
এ প্রতিযোগিতার আয়োজক রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যাগ্রিকালচারাল ক্লাবের সভাপতি জাকির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা রাজশাহীতে প্রথমবারের মতো বিড়াল র্যাম্প শো আয়োজন করেছি। রাজশাহীতে যারা বিড়াল পোষে, তাঁদের নিয়ে মিলনমেলার আয়োজন করাই আমাদের আসল উদ্দেশ্য ছিল। আমরা অংশগ্রহণকারী বিড়ালগুলোকে ফ্রি মেডিকেল চেক-আপ, ভ্যাকসিন ও ডিওয়ার্মিং মেডিসিন দিয়েছি। এই র্যাম্প শোতে অংশগ্রহণকারী বিজয়ীদের আমরা ক্রেস্ট ও সার্টিফিকেট দিয়েছি।’
এ আয়োজনের আন্তর্জাতিক সমন্বয়ক ছিলেন ইন্টারন্যাশনাল সোসাইটি অব অ্যাপ্লাইড ইথোলজি প্রতিষ্ঠান। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক মো. জালাল উদ্দিন সরদার, কৃষি অনুষদের ডিন অধ্যাপক আব্দুল আলিম, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের সভাপতি মোইজুর রহমান, অ্যাগ্রিকালচারাল ক্লাবের উপদেষ্টা অধ্যাপক গিয়াস উদ্দিন আহমেদসহ তিন শতাধিক দর্শক।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিড়ালের র্যাম্প শো এবং বিড়ালকে যেমন খুশি তেমন সাজাও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রাজশাহী ইউনিভার্সিটি অ্যাগ্রিকালচারাল ক্লাব প্রথমবারের মতো এ প্রতিযোগিতার আয়োজন করে।
সংশ্লিষ্টরা বলছে, বিড়ালের র্যাম্প শো এবং বিড়ালকে যেমন খুশি তেমন সাজাও—এ দুই প্রতিযোগিতায় অংশ নিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী জেলার প্রায় ৭০ জন প্রতিযোগী রেজিস্ট্রেশন করেছিলেন। এ ছাড়া প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য ছিল আকর্ষণীয় পুরস্কার। র্যাম্প শো প্রদর্শন ও সাজানোর ওপর ভিত্তি করে বিচারকদের মূল্যায়নে ছয়জন বিজয়ীকে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়। এদিকে র্যাম্প শো শেষে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
সরেজমিন দেখা যায়, র্যাম্প শোতে অংশ নিতে বিড়ালগুলোকে বিভিন্ন আঙ্গিকে সাজিয়ে এনেছেন তাদের পালকেরা। বিড়ালের চোখে সানগ্লাস, গায়ে শাড়ি পরানো, গলায় বিভিন্ন রঙের ফিতা, গায়ে দামি পোশাক, বিড়ালের মাথায় টুপি, কোমরে বেল্ট, বিড়ালের গায়ে বিভিন্ন অলংকার পরানো, বিড়ালের মাথায় মুকুট পরিয়ে বিভিন্ন সাজে সজ্জিত করে এ প্রতিযোগিতায় প্রদর্শন করতে দেখা যায়।
বিড়ালকে বর ও রানি এলিজাবেথ সাজিয়ে ‘যেমন খুশি তেমন সাজাও’ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সাবা সরকার নামে এক তরুণী। তিনি রাজশাহী শহরের বর্ণালি এলাকা থেকে এ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বিড়ালের র্যাম্প শো দারুণ এক প্রতিযোগিতা। আমি এই প্রথম এমন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। খুবই ভালো লাগছে এমন একটা প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরে।’
রাজশাহীর হেতেম খাঁ বড় মসজিদ থেকে এসেছেন সানজিদা সাজ্জাদ ঐশী। তিনি তাঁর বিড়ালকে ডাক্তার সাজিয়ে উপস্থাপন করেছেন। ঐশী আজকের পত্রিকাকে বলেন, ‘অসম্ভব সুন্দর একটা প্রোগ্রাম ছিল। আমার বিড়ালকে আমি ডাক্তার সাজিয়ে সবার সামনে প্রদর্শন করেছি। আমার বিড়ালও অনেক উপভোগ করেছে। এমন প্রোগ্রাম হলে আবারও অংশগ্রহণ করব।’
বিড়ালকে চিত্রনায়িকা পরীমনি সাজিয়েছেন হৃদিতা নামের এক প্রতিযোগী। তিনি পদ্মা আবাসিক এলাকা থেকে এসেছেন। হৃদিতা আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বিড়ালের পারফরমেন্স খুব ভালো হয়েছে। আমার বিড়াল খুবই শান্তশিষ্ট। ওকে আজকে পরীমনি সাজিয়ে এখানে উপস্থাপন করা হয়েছে। দারুণ পারফর্ম করেছে আমার বিড়াল। তার (বিড়াল) ভালো পারফর্মে পুরস্কার পেয়েছি আমি।’
এ প্রতিযোগিতার আয়োজক রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যাগ্রিকালচারাল ক্লাবের সভাপতি জাকির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা রাজশাহীতে প্রথমবারের মতো বিড়াল র্যাম্প শো আয়োজন করেছি। রাজশাহীতে যারা বিড়াল পোষে, তাঁদের নিয়ে মিলনমেলার আয়োজন করাই আমাদের আসল উদ্দেশ্য ছিল। আমরা অংশগ্রহণকারী বিড়ালগুলোকে ফ্রি মেডিকেল চেক-আপ, ভ্যাকসিন ও ডিওয়ার্মিং মেডিসিন দিয়েছি। এই র্যাম্প শোতে অংশগ্রহণকারী বিজয়ীদের আমরা ক্রেস্ট ও সার্টিফিকেট দিয়েছি।’
এ আয়োজনের আন্তর্জাতিক সমন্বয়ক ছিলেন ইন্টারন্যাশনাল সোসাইটি অব অ্যাপ্লাইড ইথোলজি প্রতিষ্ঠান। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক মো. জালাল উদ্দিন সরদার, কৃষি অনুষদের ডিন অধ্যাপক আব্দুল আলিম, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের সভাপতি মোইজুর রহমান, অ্যাগ্রিকালচারাল ক্লাবের উপদেষ্টা অধ্যাপক গিয়াস উদ্দিন আহমেদসহ তিন শতাধিক দর্শক।
চট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল।
৫ ঘণ্টা আগেসিলেটের ১৩৩ বছরের পুরোনো এমসি কলেজ। এর ছাত্রাবাসের সপ্তম ব্লকে ১২৮ জন শিক্ষার্থীর পাশাপাশি কলেজের কয়েকজন কর্মচারীও থাকেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে পানির তীব্র সংকট থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গোসল করা দূরে থাক, প্রয়োজনীয় খাওয়ার পানিও পাচ্ছেন না তাঁরা। তাই অনেকে বাধ্য হয়ে নিজ নিজ বাড়িতে চলে
৫ ঘণ্টা আগেটানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
৫ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
৫ ঘণ্টা আগে