Ajker Patrika

ঈদের আনন্দ করা হলো না শিশু শ্রাবন্তীর

সিরাজগঞ্জ প্রতিনিধি
ঈদের আনন্দ করা হলো না শিশু শ্রাবন্তীর

সিরাজগঞ্জের কামারখন্দে রাস্তা পারাপারের সময় ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় শ্রাবন্তী (০৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

গতকাল সোমবার সন্ধ্যায় কামারখন্দ-উল্লাপাড়া আঞ্চলিক সড়কের শাহবাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

শ্রাবন্তী কামারখন্দ উপজেলার শাহবাজপুর গ্রামের শহিদুল ইসলামের মেয়ে। 

স্থানীয়রা জানান, সন্ধ্যায় দৌড়ে রাস্তা পার হওয়ার সময় একটি ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয় শিশু শ্রাবন্তী। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে রেফার করেন। সেখানে নেওয়ার পথে মারা যায় শ্রাবন্তী। 

এ ব্যাপারে কামারখন্দ থানার ওসি মো. হাবিবুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত