চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে সরকারি ওষুধ মজুত করে চড়া দামে বিক্রির অভিযোগে একজনকে আটক করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে শিবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মরদানা গ্রাম থেকে ৫ হাজার ৯৪৪টি সরকারি বিভিন্ন ট্যাবলেটসহ তাঁকে আটক করা হয়।
আজ শুক্রবার আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
আটক জারজিস আলম টুটুল (৩৬) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মরদানা গ্রামের মো. ইউসুফ আলীর ছেলে।
র্যাব বলছে, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মরদানা গ্রামে জারজিস আল আলম টুটুলের বাড়ির সামনে থেকে এসব সরকারি ওষুধসহ হাতেনাতে তাঁকে আটক করে।
র্যাব আরও জানায়, আটক ব্যক্তি একটি সিন্ডিকেট চক্রের মাধ্যমে সরকারি বিপুল পরিমাণ ওষুধ মজুত রেখে দরিদ্র লোকদের কাছে চড়া মূল্যে বিক্রি করতেন বলে র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তিনি। এই সিন্ডিকেট চক্র হাসপাতাল বা ফার্মেসিতে যেতে বাধা প্রদানের মাধ্যমে তাদের কাছ থেকে চড়া মূল্যে ওষুধ কিনতে বাধ্য করে।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র্যাব।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মেদ বলেন, আটক ব্যক্তিকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে সরকারি ওষুধ মজুত করে চড়া দামে বিক্রির অভিযোগে একজনকে আটক করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে শিবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মরদানা গ্রাম থেকে ৫ হাজার ৯৪৪টি সরকারি বিভিন্ন ট্যাবলেটসহ তাঁকে আটক করা হয়।
আজ শুক্রবার আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
আটক জারজিস আলম টুটুল (৩৬) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মরদানা গ্রামের মো. ইউসুফ আলীর ছেলে।
র্যাব বলছে, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মরদানা গ্রামে জারজিস আল আলম টুটুলের বাড়ির সামনে থেকে এসব সরকারি ওষুধসহ হাতেনাতে তাঁকে আটক করে।
র্যাব আরও জানায়, আটক ব্যক্তি একটি সিন্ডিকেট চক্রের মাধ্যমে সরকারি বিপুল পরিমাণ ওষুধ মজুত রেখে দরিদ্র লোকদের কাছে চড়া মূল্যে বিক্রি করতেন বলে র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তিনি। এই সিন্ডিকেট চক্র হাসপাতাল বা ফার্মেসিতে যেতে বাধা প্রদানের মাধ্যমে তাদের কাছ থেকে চড়া মূল্যে ওষুধ কিনতে বাধ্য করে।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র্যাব।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মেদ বলেন, আটক ব্যক্তিকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রাজশাহীতে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে পদ্মার পানি। ফুলে-ফেঁপে ওঠা পদ্মার পানি বিভাগীয় এই শহরের বিপৎসীমা থেকে মাত্র ৭৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অবস্থায় শহরের টি-বাঁধে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সরিয়ে নিতে বলা হয়েছে দোকানপাট।
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহের মামলা করেছে ডিবি পুলিশ। সোমবার (১১ আগস্ট) দুপুরে খুলনার সোনাডাঙ্গা থানায় মামলাটি করেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বিধান চন্দ্র রায়।
২ ঘণ্টা আগের্যাব মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, ‘আমরা এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে কাজ করছি। র্যাব বিলুপ্ত হবে কি না এ নিয়ে চিন্তাভাবনা করছি না। এটি সরকার দেখবে।’
২ ঘণ্টা আগেসিলেটের এমসি কলেজ ছাত্রদলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ সামি এবং সাধারণ সম্পাদক হয়েছেন জুনেদুর রহমান জুনেদ। সোমবার কলেজ অডিটরিয়ামে দীর্ঘ ২১ বছর পর কাউন্সিলের মাধ্যমে ভোটারদের সরাসরি ভোটে তাঁরা নির্বাচিত হন। পরে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
৩ ঘণ্টা আগে