Ajker Patrika

কলেজের পাশের জমিতে যুবলীগের অফিস তৈরির চেষ্টা, পুলিশের বাধা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ১৯: ৩৫
কলেজের পাশের জমিতে যুবলীগের অফিস তৈরির চেষ্টা, পুলিশের বাধা

বগুড়ার শেরপুরে টিসিপিএল মহিলা কলেজের পাশের জমিতে উপজেলা যুবলীগের নেতাকর্মীরা অফিস নির্মাণের চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মালিকানা নিয়ে বিবদমান জমিতে গতকাল বৃহস্পতিবার রাতে ভবন নির্মাণ শুরু করলে পুলিশ এসে কাজ বন্ধ করে দেয়। 

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার আজকের পত্রিকাকে বলেন, ‘কলেজ কর্তৃপক্ষের মৌখিক অভিযোগের ভিত্তিতে রাতেই কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার সকালে কলেজের অধ্যক্ষ লিখিত অভিযোগ করেছে। দুই পক্ষের সঙ্গে আলোচনা করে বিবাদ নিরসনের চেষ্টা চলছে।’

শেরপুর উপজেলা পরিষদের পাশেই ঢাকা-বগুড়া মহাসড়ক সংলগ্ন বিটিসিএল অফিস। এর পূর্ব দিকের প্রাচীর ঘেঁষে বসানো হয়েছে অস্থায়ী কিছু ব্যবসাপ্রতিষ্ঠান। কয়েক মাস আগে একটি টিনের স্থাপনার সামনে যুবলীগের কার্যালয়ের একটি সাইনবোর্ড ঝোলানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বৃহস্পতিবার রাত ১২টার পর যুবলীগের নেতা কর্মীরা উপস্থিতিতে সেখানে ইট দিয়ে অফিস রুম তৈরির কাজ শুরু হয়। কিছুক্ষণ কাজ চলার পর পুলিশ এসে তা বন্ধ করে দেয়। আজ সকালে তারা আবারও কাজ শুরু করতে চাইলে পুলিশ আবারও বাধা দেয়। 

শেরপুরে যুবলীগের অফিস নির্মাণের জন্য রাখা সামগ্রীকলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুহুল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘কলেজের পশ্চিম পার্শ্বে মহাসড়কসংলগ্ন জায়গাগুলো আমাদের। সেখানে কিছু লোক অস্থায়ীভাবে ব্যবসা করছেন। সেখানে স্থায়ী ঘর নির্মাণ করে তাদেরকে ভাড়া দেওয়ার জন্য কথাও হয়েছে। ইতিমধ্যে যুবলীগের লোকজন রাতের অন্ধকারে জায়গা দখলের চেষ্টা করছে। আমরা রাতেই বিষয়টি পুলিশকে জানিয়েছি।’ 

তবে যুবলীগ নেতাদের দাবি জায়গাটি শেরপুরের জমিদার পরিবারের কিরণবালা মুন্সীর। তাঁরা মালিকের মৌখিক সম্মতিতেই সেখানে অফিস ঘর তৈরি করছেন।

যুবলীগের শেরপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘একটি বিশেষ মহলের ইন্ধনে পুলিশ আমাদের কাজে বাধা দিয়েছে। আমরা মালিকের কাছ থেকে জায়গা নিয়ে অফিস তৈরি করব।’ 

কিন্তু কিরণবালার নাতি জয় কিশোর মুন্সীর দাবি, কেউ এ বিষয়ে তাঁদের সঙ্গে কথা বলেনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত