Ajker Patrika

বিএনপি উচ্ছৃঙ্খলতা করলে বরদাশত করা হবে না: রাসিক মেয়র লিটন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
বিএনপি উচ্ছৃঙ্খলতা করলে বরদাশত করা হবে না: রাসিক মেয়র লিটন

রাজশাহীতে সমাবেশের নামে বিএনপি কোনো রকম উচ্ছৃঙ্খলতা করলে তা বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। আজ সোমবার সন্ধ্যায় রাজশাহী নগরীর রাজপাড়া থানা আওয়ামী লীগ আয়োজিত এক বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন।

এ সময় আগামী ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশ নিয়ে খায়রুজ্জামান লিটন বলেন, ‘আমাদের বক্তব্য পরিষ্কার। কোনো রকমের উচ্ছৃঙ্খলতা বরদাশত করব না। আমাদের নেতা-কর্মীদের প্রস্তুত রেখেছি, আরও রাখব। তাঁরা (বিএনপি) যেখানে অনুমতি পাবেন, সেখানে সমাবেশ করুক। কিন্তু অশালীন কথা, অরাজনৈতিক কথা এটি যেন তাঁরা না বলেন।’ 

বিএনপির অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। নগরীর সিঅ্যান্ডবি মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে লক্ষ্মীপুর মোড়ে গিয়ে শেষ হয়। এরপর সেখানে বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে প্রতিবাদ সমাবেশ হয়। 

সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এ এইচ এম খায়রুজ্জামান লিটন। রাজপাড়া থানা আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান বাবুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু। সঞ্চালনা করেন রাজপাড়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত