Ajker Patrika

নিজেকে ভোট দিতে পারছেন না ডলি সায়ন্তনী

পাবনা প্রতিনিধি
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ২২: ৩৪
নিজেকে ভোট দিতে পারছেন না ডলি সায়ন্তনী

আগামীকাল (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। মাঠে রয়েছেন অনেক আলোচিত ও তারকা প্রার্থী। তাঁর মধ্যে পাবনা-২ (সুজানগর-আমিনপুর) আসনে নির্বাচন করছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী। 

বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) থেকে নোঙ্গর প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করেছেন তিনি। ভোটারদের নানা ধরনের গান শুনিয়ে আলোচনায় ছিলেন ডলি সায়ন্তনী। 

কিন্তু হঠাৎ ভোটের আগের দিন জানা গেল, ভোট দিতে পারবেন না কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী। ঢাকার ভোটার হওয়ার কারণে নিজের সংসদীয় আসনে তিনি ভোট দিতে পারছেন না। 

এ বিষয়ে ডলি সায়ন্তনী বলেন, ‘আমি পাবনা-২ আসনে নির্বাচন করছি। কিন্তু আমি ভোটার হয়েছি ঢাকা থেকে। এ কারণে আমি ভোট দিতে পারছি না।’ 

ডলি সায়ন্তনী বলেন, ‘ভোট না দিতে পারলেও কেন্দ্রে কেন্দ্রে নিজের ভক্তদের পাশে থাকার জন্য ভোটকেন্দ্রে উপস্থিত থাকব আমি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত