Ajker Patrika

টিসিবি পণ্যের দাম বাড়ায় ক্ষুব্ধ নিম্ন আয়ের মানুষ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ২২ মে ২০২৫, ১৬: ৩২
রাজশাহীতে ট্রাকে করে টিসিবি পণ্য বিক্রি করা হচ্ছে। ছবি: আজকের পত্রিকা
রাজশাহীতে ট্রাকে করে টিসিবি পণ্য বিক্রি করা হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

কোরবানির ঈদকে সামনে রেখে সারা দেশের মতো রাজশাহীতেও ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। আজ বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে ৩ জুন পর্যন্ত। ট্রাকগুলো থেকে চিনি, তেল ও ডাল বিক্রি করা হচ্ছে। তবে প্রতিটি পণ্যেরই দাম এবার বেশি।

টিসিবির দেওয়া তথ্যমতে, আগে চিনি বিক্রি করা হতো ৭০ টাকা কেজি দরে। এবার চিনির দাম ৮০ টাকা। আগে ৬০ টাকায় মসুরের ডাল দেওয়া হলেও এখন গুনতে হচ্ছে ৮০ টাকা। এ ছাড়া তেলের দাম ১০০ টাকা লিটার ছিল আগে, এবার বিক্রি করা হচ্ছে ১৩৫ টাকা লিটার।

প্রতিটি পণ্যের দাম ২০ থেকে ৩৫ টাকা পর্যন্ত বাড়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ভোক্তারা। তাঁরা বলছেন, বাজারমূল্যের চেয়ে টিসিবি পণ্যের দামের তারতম্য না থাকলে তা নিম্ন আয়ের মানুষের কোনো কাজে আসবে না। দাম কমানোর দাবি জানিয়েছেন তাঁরা।

আজ রাজশাহীর হযরত শাহমখদুম (রহ.)-এর মাজারের সামনে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছিল। মালেকা খাতুন নামের এক নারী বলেন, ‘আগে আমরা একটু কম টাকাতেই চাল, চিনি ও তেল পেতাম। এবার এসে দেখছি সব দাম বেশি। এতে তো সমস্যা। আমাদের মতো গরিব মানুষ টিসিবির মালামালের জন্য অপেক্ষা করতাম। এখন তো বাজারের চেয়ে দামে খুব বেশি পার্থক্য নেই। এভাবে হুট করে দাম বাড়িয়ে দেওয়া ঠিক হয়নি।’

ফারুক হোসেন নামের আরেক ক্রেতা বলেন, ‘সরকার তো আমাদের সঙ্গে ব্যবসা করছে না যে দাম বাড়াতে হবে। সাধারণ মানুষের একটু সুবিধার জন্যই তো টিসিবির পণ্য বিক্রি করা হয়। তাহলে দাম কেন বাড়াতে হলো সেটা মাথায় আসছে না। আমরা এটা আশা করিনি।’

রাজশাহীতে ট্রাকে করে টিসিবি পণ্য বিক্রি করা হচ্ছে। ছবি: আজকের পত্রিকা
রাজশাহীতে ট্রাকে করে টিসিবি পণ্য বিক্রি করা হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

জানতে চাইলে টিসিবি রাজশাহীর আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক আতিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বাজারে সব পণ্যেরই দাম বেড়েছে। ফলে আগের রেটে টিসিবির মালামাল দেওয়া সম্ভব নয়। দাম একটু বাড়াতে হয়েছে। তারপরও প্রচণ্ড ভিড়। আমরা ধৈর্য ধারণ করে সবাইকে মালামাল নিতে বলছি।’

রাজশাহী নগরের ৩০টি ওয়ার্ডের নির্ধারিত ১০টি পয়েন্টে শুক্র-শনিবারসহ প্রতিদিন টিসিবির পণ্য বিক্রি করা হবে আগামী ৩ জুন পর্যন্ত। প্রতিটি পয়েন্টে ৪০ জন করে মোট ৪ হাজার পরিবার ৫১৫ টাকার প্যাকেজে টিসিবির এই পণ্য কিনতে পারবেন। ঈদ উপলক্ষে এই ট্রাকসেল ছাড়াও টিসিবির কার্ডধারীদের মধ্যে প্রতি মাসে পণ্য বিক্রি করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিনা খরচে টাইফয়েডের টিকা পাবে ১৩ লাখ শিশু, পেতে যা করতে হবে

বাগরামে যুক্তরাষ্ট্রের উপস্থিতি ‘অগ্রহণযোগ্য’, পাকিস্তান–চীনের সঙ্গে এক সুর ভারতের

৭৫ কোটি টাকার কর ফাঁকি: এনবিআর কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

ধর্ষণের আলামত নষ্ট, ধুনট থানার সাবেক ওসির বিরুদ্ধে পরোয়ানা

মহাসড়কের বেহাল দশা দেখতে গিয়ে নিজেই যানজটে আটকা উপদেষ্টা, রওনা দিলেন মোটরসাইকেলে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত