বগুড়া প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বগুড়ায় থমথমে অবস্থা বিরাজ করছে। শহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল জোরদার করা হয়েছে। শহরে ঝটিকা মিছিল করেছে শিবিরের নেতা-কর্মীরা। পুলিশ তাদের ধাওয়া করলে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় শিবিরের নেতা-কর্মীরা। মিছিল থেকে পালানোর সময় একজনকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে শিবিরের নেতা-কর্মীরা শহরের শেরপুর রোডে ইয়াকুবিয়া স্কুলের মোড় থেকে ঝটিকা মিছিল বের করে। মিছিলটি অর্ধ কিলোমিটার দূরে পিটিআই মোড়ে পৌঁছালে পুলিশ ধাওয়া করে। এ সময় শিবিরকর্মীরা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। শিবিরের কয়েকজন কর্মী রহমান নগর এলাকায় ঢুকে পড়লে স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা তাদের ধাওয়া করে। এ সময় রাকিব নামের একজনকে তারা আটক করে পুলিশে দেয়।
অন্যদিকে বগুড়া-ঢাকা মহাসড়কে শহরতলির ফুলদীঘিতে যুবদল মশাল মিছিল বের করে। এ সময় আবুল খায়ের কোম্পানির একটি ট্রাকে আগুন দেওয়া হয়। এ ছাড়া মহাসড়কে লিচুতলা এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করে বিএনপির নেতা-কর্মীরা।
এদিকে আতঙ্কে রাত ৮টার মধ্যে বগুড়া শহরের প্রধান সড়কগুলোতে যানবাহন চলাচল কমে যায়। বড় বড় ব্যবসাপ্রতিষ্ঠান, দোকানপাট বন্ধ হয়ে যায়। শহরে লোকজন কমতে থাকে সন্ধ্যার পর থেকেই। সব মিলিয়ে শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।
এ বিষয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আকতার আজকের পত্রিকাকে বলেন, পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। শহর ছাড়াও মহাসড়কে টহল জোরদার করা হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বগুড়ায় থমথমে অবস্থা বিরাজ করছে। শহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল জোরদার করা হয়েছে। শহরে ঝটিকা মিছিল করেছে শিবিরের নেতা-কর্মীরা। পুলিশ তাদের ধাওয়া করলে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় শিবিরের নেতা-কর্মীরা। মিছিল থেকে পালানোর সময় একজনকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে শিবিরের নেতা-কর্মীরা শহরের শেরপুর রোডে ইয়াকুবিয়া স্কুলের মোড় থেকে ঝটিকা মিছিল বের করে। মিছিলটি অর্ধ কিলোমিটার দূরে পিটিআই মোড়ে পৌঁছালে পুলিশ ধাওয়া করে। এ সময় শিবিরকর্মীরা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। শিবিরের কয়েকজন কর্মী রহমান নগর এলাকায় ঢুকে পড়লে স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা তাদের ধাওয়া করে। এ সময় রাকিব নামের একজনকে তারা আটক করে পুলিশে দেয়।
অন্যদিকে বগুড়া-ঢাকা মহাসড়কে শহরতলির ফুলদীঘিতে যুবদল মশাল মিছিল বের করে। এ সময় আবুল খায়ের কোম্পানির একটি ট্রাকে আগুন দেওয়া হয়। এ ছাড়া মহাসড়কে লিচুতলা এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করে বিএনপির নেতা-কর্মীরা।
এদিকে আতঙ্কে রাত ৮টার মধ্যে বগুড়া শহরের প্রধান সড়কগুলোতে যানবাহন চলাচল কমে যায়। বড় বড় ব্যবসাপ্রতিষ্ঠান, দোকানপাট বন্ধ হয়ে যায়। শহরে লোকজন কমতে থাকে সন্ধ্যার পর থেকেই। সব মিলিয়ে শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।
এ বিষয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আকতার আজকের পত্রিকাকে বলেন, পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। শহর ছাড়াও মহাসড়কে টহল জোরদার করা হয়েছে।
সুনামগঞ্জ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদে নেমেছে কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার বিকেলে সদর হাসপাতালের সামনে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়। সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।
১৫ মিনিট আগেব্যবসায় ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কায় বাগেরহাটে বাণিজ্য মেলা বন্ধের দাবি তুলেছেন স্থানীয় ব্যবসায়ীরা। এ কারণে আজ মঙ্গলবার (১৩ মে) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন তাঁরা। ব্যবসায়ীরা জানান, তাঁরা এমনিতেই ক্রেতাশূন্যতাসহ নানা সংকটের মুখে রয়েছেন। বাগেরহাট শহরে বাণিজ্য মেলার আয়োজন হলে
১৮ মিনিট আগেদুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রোগ্রামার মোহাম্মদ আবদুল কাদেরের ৭ কোটি ৮ লাখ ৫৬ হাজার ৯৫৯ টাকা মূল্যের দুটি বাড়ি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
৪২ মিনিট আগেবাগেরহাটে জালিয়াতির মাধ্যমে ভারতীয় নাগরিককে জাতীয় পরিচয়পত্র দেওয়ার অভিযোগে নির্বাচন কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) বাগেরহাট কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) মো. সাইদুর রহমান বাদী হয়ে আজ মঙ্গলবার কার্যালয়ে মামলাটি করেন।
৪৪ মিনিট আগে