নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে এখনো ভোগান্তি পোহাতে হয় পাসপোর্টপ্রত্যাশী সাধারণ মানুষকে। তবে যাঁরা ‘অসাধারণ’ বা ‘বিশেষ’ (দালালের মাধ্যমে আসা ব্যক্তি), তাঁদের ফাইলে সই হয় অফিস সময় শুরুর আগেই। তারপর এসব ফাইলের পাসপোর্টপ্রত্যাশীদের ছবি তোলার কাজ শুরু হয়। অথচ সাধারণ মানুষকে লাইনে দাঁড়িয়ে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা।
এমন অনিয়মের অভিযোগ তুলে এর প্রতিবাদে রাস্তায় দাঁড়িয়েছে রাজশাহীর নাগরিক সমাজ। গতকাল বুধবার সকালে নগরের শালবাগান বাজারে পাসপোর্ট অফিসের সামনে মানববন্ধন করে এই অনিয়ম দূর করার দাবি জানান তাঁরা। পরে উপপরিচালক রোজী খন্দকারের সঙ্গে দেখা করে নাগরিক সমাজের প্রতিনিধিরা অনিয়ম দূর করতে এক মাসের সময় বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে ভোগান্তি দূর না হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।
‘ভুক্তভোগী রাজশাহীর সাধারণ জনগণ’-এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, ক্যাবের রাজশাহীর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলার সম্পাদক মাহমুদুল হক প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, তাঁরা লক্ষ করেছেন, দালালের মাধ্যমে আসা বিশেষ ফাইলগুলো সরাসরি দোতলায় উপপরিচালক রোজী খন্দকারের কক্ষে নিয়ে যাওয়া হয়। তিনি এসব ফাইলে সই করে দেন। তারপর দোতলাতেই সহকারী পরিচালক এসব ফাইল কম্পিউটারে এন্ট্রি করেন। এরপর দ্রুত সময়ের মধ্যে ফাইলগুলো নিচতলায় চলে আসে। সেখানে ছবি তুলে দ্রুত সময়ের মধ্যেই পাসপোর্টপ্রত্যাশীরা বাড়ি ফিরে যান। আর যাঁরা দালালকে অতিরিক্ত টাকা না দিয়ে নিজেরাই এসে লাইনে দাঁড়ান, তাঁদের ঘণ্টার পর ঘণ্টা নিচতলায় লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়।
রোজী খন্দকার এসব অনিয়মের অভিযোগ অস্বীকার করেন।
এদিকে অফিসে ঢুকে ‘উচ্চস্বরে ধমক দেওয়া’ ও ‘বকাবকি’ করার অভিযোগে থানায় লিখিত অভিযোগ পাঠিয়েছেন উপপরিচালক রোজী খন্দকার। গতকাল বিকেলে তিনি রাজশাহী নগরের চন্দ্রিমা থানার ওসির কাছে এই লিখিত অভিযোগ পাঠান।
নগরের চন্দ্রিমা থানার ওসি মতিয়ার রহমান বলেন, ‘ডিডি রোজী খন্দকারের অভিযোগের বিষয়ে সিনিয়রদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নিব।’
রাজশাহী বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে এখনো ভোগান্তি পোহাতে হয় পাসপোর্টপ্রত্যাশী সাধারণ মানুষকে। তবে যাঁরা ‘অসাধারণ’ বা ‘বিশেষ’ (দালালের মাধ্যমে আসা ব্যক্তি), তাঁদের ফাইলে সই হয় অফিস সময় শুরুর আগেই। তারপর এসব ফাইলের পাসপোর্টপ্রত্যাশীদের ছবি তোলার কাজ শুরু হয়। অথচ সাধারণ মানুষকে লাইনে দাঁড়িয়ে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা।
এমন অনিয়মের অভিযোগ তুলে এর প্রতিবাদে রাস্তায় দাঁড়িয়েছে রাজশাহীর নাগরিক সমাজ। গতকাল বুধবার সকালে নগরের শালবাগান বাজারে পাসপোর্ট অফিসের সামনে মানববন্ধন করে এই অনিয়ম দূর করার দাবি জানান তাঁরা। পরে উপপরিচালক রোজী খন্দকারের সঙ্গে দেখা করে নাগরিক সমাজের প্রতিনিধিরা অনিয়ম দূর করতে এক মাসের সময় বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে ভোগান্তি দূর না হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।
‘ভুক্তভোগী রাজশাহীর সাধারণ জনগণ’-এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, ক্যাবের রাজশাহীর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলার সম্পাদক মাহমুদুল হক প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, তাঁরা লক্ষ করেছেন, দালালের মাধ্যমে আসা বিশেষ ফাইলগুলো সরাসরি দোতলায় উপপরিচালক রোজী খন্দকারের কক্ষে নিয়ে যাওয়া হয়। তিনি এসব ফাইলে সই করে দেন। তারপর দোতলাতেই সহকারী পরিচালক এসব ফাইল কম্পিউটারে এন্ট্রি করেন। এরপর দ্রুত সময়ের মধ্যে ফাইলগুলো নিচতলায় চলে আসে। সেখানে ছবি তুলে দ্রুত সময়ের মধ্যেই পাসপোর্টপ্রত্যাশীরা বাড়ি ফিরে যান। আর যাঁরা দালালকে অতিরিক্ত টাকা না দিয়ে নিজেরাই এসে লাইনে দাঁড়ান, তাঁদের ঘণ্টার পর ঘণ্টা নিচতলায় লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়।
রোজী খন্দকার এসব অনিয়মের অভিযোগ অস্বীকার করেন।
এদিকে অফিসে ঢুকে ‘উচ্চস্বরে ধমক দেওয়া’ ও ‘বকাবকি’ করার অভিযোগে থানায় লিখিত অভিযোগ পাঠিয়েছেন উপপরিচালক রোজী খন্দকার। গতকাল বিকেলে তিনি রাজশাহী নগরের চন্দ্রিমা থানার ওসির কাছে এই লিখিত অভিযোগ পাঠান।
নগরের চন্দ্রিমা থানার ওসি মতিয়ার রহমান বলেন, ‘ডিডি রোজী খন্দকারের অভিযোগের বিষয়ে সিনিয়রদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নিব।’
রাজধানীর ফকিরাপুলে প্রাইভেটকারের ধাক্কায় মতিন মিয়া (৩৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ফকিরাপুল মোড়ে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
২৭ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মারীখালী নদী থেকে অজ্ঞাত এক নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় মারীখালি নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেআলু সংরক্ষণ করা নিয়ে বিপাকে পড়েছেন বগুড়ার কৃষকেরা। পর্যাপ্ত হিমাগার না থাকায় কৃষকের বাড়িতেই আলু নষ্ট হয়ে যাচ্ছে। ফলে কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। যে কারণে আলু চাষ করে লোকসান গুনতে হচ্ছে এই অঞ্চলের কৃষকদের।
১ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে ঘুমন্ত মাদকাসক্ত ছেলেকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যার পর থানায় এসে বৃদ্ধ বাবা আত্মসমর্পণ করেছেন। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন বৃদ্ধ বাবা। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।
১ ঘণ্টা আগে