নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে এখনো ভোগান্তি পোহাতে হয় পাসপোর্টপ্রত্যাশী সাধারণ মানুষকে। তবে যাঁরা ‘অসাধারণ’ বা ‘বিশেষ’ (দালালের মাধ্যমে আসা ব্যক্তি), তাঁদের ফাইলে সই হয় অফিস সময় শুরুর আগেই। তারপর এসব ফাইলের পাসপোর্টপ্রত্যাশীদের ছবি তোলার কাজ শুরু হয়। অথচ সাধারণ মানুষকে লাইনে দাঁড়িয়ে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা।
এমন অনিয়মের অভিযোগ তুলে এর প্রতিবাদে রাস্তায় দাঁড়িয়েছে রাজশাহীর নাগরিক সমাজ। গতকাল বুধবার সকালে নগরের শালবাগান বাজারে পাসপোর্ট অফিসের সামনে মানববন্ধন করে এই অনিয়ম দূর করার দাবি জানান তাঁরা। পরে উপপরিচালক রোজী খন্দকারের সঙ্গে দেখা করে নাগরিক সমাজের প্রতিনিধিরা অনিয়ম দূর করতে এক মাসের সময় বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে ভোগান্তি দূর না হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।
‘ভুক্তভোগী রাজশাহীর সাধারণ জনগণ’-এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, ক্যাবের রাজশাহীর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলার সম্পাদক মাহমুদুল হক প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, তাঁরা লক্ষ করেছেন, দালালের মাধ্যমে আসা বিশেষ ফাইলগুলো সরাসরি দোতলায় উপপরিচালক রোজী খন্দকারের কক্ষে নিয়ে যাওয়া হয়। তিনি এসব ফাইলে সই করে দেন। তারপর দোতলাতেই সহকারী পরিচালক এসব ফাইল কম্পিউটারে এন্ট্রি করেন। এরপর দ্রুত সময়ের মধ্যে ফাইলগুলো নিচতলায় চলে আসে। সেখানে ছবি তুলে দ্রুত সময়ের মধ্যেই পাসপোর্টপ্রত্যাশীরা বাড়ি ফিরে যান। আর যাঁরা দালালকে অতিরিক্ত টাকা না দিয়ে নিজেরাই এসে লাইনে দাঁড়ান, তাঁদের ঘণ্টার পর ঘণ্টা নিচতলায় লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়।
রোজী খন্দকার এসব অনিয়মের অভিযোগ অস্বীকার করেন।
এদিকে অফিসে ঢুকে ‘উচ্চস্বরে ধমক দেওয়া’ ও ‘বকাবকি’ করার অভিযোগে থানায় লিখিত অভিযোগ পাঠিয়েছেন উপপরিচালক রোজী খন্দকার। গতকাল বিকেলে তিনি রাজশাহী নগরের চন্দ্রিমা থানার ওসির কাছে এই লিখিত অভিযোগ পাঠান।
নগরের চন্দ্রিমা থানার ওসি মতিয়ার রহমান বলেন, ‘ডিডি রোজী খন্দকারের অভিযোগের বিষয়ে সিনিয়রদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নিব।’
রাজশাহী বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে এখনো ভোগান্তি পোহাতে হয় পাসপোর্টপ্রত্যাশী সাধারণ মানুষকে। তবে যাঁরা ‘অসাধারণ’ বা ‘বিশেষ’ (দালালের মাধ্যমে আসা ব্যক্তি), তাঁদের ফাইলে সই হয় অফিস সময় শুরুর আগেই। তারপর এসব ফাইলের পাসপোর্টপ্রত্যাশীদের ছবি তোলার কাজ শুরু হয়। অথচ সাধারণ মানুষকে লাইনে দাঁড়িয়ে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা।
এমন অনিয়মের অভিযোগ তুলে এর প্রতিবাদে রাস্তায় দাঁড়িয়েছে রাজশাহীর নাগরিক সমাজ। গতকাল বুধবার সকালে নগরের শালবাগান বাজারে পাসপোর্ট অফিসের সামনে মানববন্ধন করে এই অনিয়ম দূর করার দাবি জানান তাঁরা। পরে উপপরিচালক রোজী খন্দকারের সঙ্গে দেখা করে নাগরিক সমাজের প্রতিনিধিরা অনিয়ম দূর করতে এক মাসের সময় বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে ভোগান্তি দূর না হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।
‘ভুক্তভোগী রাজশাহীর সাধারণ জনগণ’-এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, ক্যাবের রাজশাহীর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলার সম্পাদক মাহমুদুল হক প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, তাঁরা লক্ষ করেছেন, দালালের মাধ্যমে আসা বিশেষ ফাইলগুলো সরাসরি দোতলায় উপপরিচালক রোজী খন্দকারের কক্ষে নিয়ে যাওয়া হয়। তিনি এসব ফাইলে সই করে দেন। তারপর দোতলাতেই সহকারী পরিচালক এসব ফাইল কম্পিউটারে এন্ট্রি করেন। এরপর দ্রুত সময়ের মধ্যে ফাইলগুলো নিচতলায় চলে আসে। সেখানে ছবি তুলে দ্রুত সময়ের মধ্যেই পাসপোর্টপ্রত্যাশীরা বাড়ি ফিরে যান। আর যাঁরা দালালকে অতিরিক্ত টাকা না দিয়ে নিজেরাই এসে লাইনে দাঁড়ান, তাঁদের ঘণ্টার পর ঘণ্টা নিচতলায় লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়।
রোজী খন্দকার এসব অনিয়মের অভিযোগ অস্বীকার করেন।
এদিকে অফিসে ঢুকে ‘উচ্চস্বরে ধমক দেওয়া’ ও ‘বকাবকি’ করার অভিযোগে থানায় লিখিত অভিযোগ পাঠিয়েছেন উপপরিচালক রোজী খন্দকার। গতকাল বিকেলে তিনি রাজশাহী নগরের চন্দ্রিমা থানার ওসির কাছে এই লিখিত অভিযোগ পাঠান।
নগরের চন্দ্রিমা থানার ওসি মতিয়ার রহমান বলেন, ‘ডিডি রোজী খন্দকারের অভিযোগের বিষয়ে সিনিয়রদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নিব।’
চট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল।
৫ ঘণ্টা আগেসিলেটের ১৩৩ বছরের পুরোনো এমসি কলেজ। এর ছাত্রাবাসের সপ্তম ব্লকে ১২৮ জন শিক্ষার্থীর পাশাপাশি কলেজের কয়েকজন কর্মচারীও থাকেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে পানির তীব্র সংকট থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গোসল করা দূরে থাক, প্রয়োজনীয় খাওয়ার পানিও পাচ্ছেন না তাঁরা। তাই অনেকে বাধ্য হয়ে নিজ নিজ বাড়িতে চলে
৫ ঘণ্টা আগেটানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
৫ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
৫ ঘণ্টা আগে