Ajker Patrika

ভেজাল সেমাই তৈরি কারখানায় অভিযান, গ্রেপ্তার ৯

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ২০: ০৮
ভেজাল সেমাই তৈরি কারখানায় অভিযান, গ্রেপ্তার ৯

রাজশাহীতে ভেজাল সেমাই তৈরির কারখানায় অভিযান চালিয়েছেন নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। এ সময় অনুমোদন ছাড়া নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অভিযোগে নয়জনকে আটক করা হয়। গতকাল রাত ১১টার দিকে রাজশাহীর পবা থানার বান্দাপুকুর টিকরীপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।

ওই গ্রামের সোহাগ রহমানের (৩৫) বাড়িতে এই কারখানা গড়ে তোলা হয়েছিল। আগামী ঈদুল ফিতর উপলক্ষে সেখানে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করা হচ্ছিল। ডিবি পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার অন্যরা হলেন পবার শ্রীপুর গ্রামের সোহাগ রহমানের (৩৫), সাইদুর রহমান (৪০), মো. সাজ্জাদ (৩৫), মো. নাসির (২৫), সুমন ইসলাম (৩২), মো. সম্রাট (২৫), মো. দুলাল (৫০), নাইম ইসলাম (২৪) ও মো. ওয়াসিম (৪৮)।

আরএমপির মুখপাত্র রফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

রফিকুল আলম আজকের পত্রিকাকে বলেন, কারখানা থেকে বিপুল পরিমাণ ভেজাল সেমাই ও সেমাই তৈরির বিভিন্ন উপাদান জব্দ করা হয়েছে। কারখানার মালিক সোহাগ রহমান অবৈধভাবে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল সেমাই তৈরির বিষয়টি স্বীকার করেছেন। তিনি সেমাই তৈরির বৈধ কোনো কাগজপত্রও দেখাতে পারেনি। এ ব্যাপারে পবা থানায় একটি মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে: সেনাপ্রধান

‘আমি যে মাপের লোক, আমারে সে মাপের অস্ত্র দিয়া ফাঁসাইতি’

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হাসানুল বান্নার পদত্যাগ

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত