Ajker Patrika

ঘোষণার পরই বাড়ল এলপি গ্যাসের দাম

প্রতিনিধি, লালপুর (নাটোর)
ঘোষণার পরই বাড়ল এলপি গ্যাসের দাম

নাটোরের লালপুরে ঘোষণার পরই এলপি গ্যাসের দাম বাড়ানো হয়েছে। উপজেলার বিভিন্ন দোকানে তরলকৃত ১২ কেজির গ্যাস সরকারি খুচরা মূল্য ৮৯১ টাকা হলেও এখন ১ হাজার ১০০ টাকায় বিক্রি করা হচ্ছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন ভোক্তারা। 

জানা গেছে, গত বৃহস্পতিবার এনার্জি রেগুলেটরি কমিশন প্রতি সিলিন্ডারে ১০২ টাকা বাড়িয়ে ৯৯৩ টাকা করার ঘোষণা দেয়। যা আগামীকাল রোববার থেকে কার্যকর হবে বলে নির্দেশ দেওয়া হয়। কিন্তু এলাকার ব্যবসায়ীরা নির্দেশনা অমান্য করে ঘোষণার দিন থেকেই গ্যাসের দাম বৃদ্ধি করেছেন। 

এলপিজি সিলিন্ডার কিনতে আসা রাব্বুল ইসলাম বলেন, আজ শনিবার আমি গ্যাস কিনতে এসেছি। কিন্তু অসাধু ব্যবসায়ীরা নির্ধারিত সময়ের আগেই সিলিন্ডারের দাম বাড়িয়ে দিয়েছেন। এতে তাঁদের হাতে জিম্মি হয়ে আমাদের বেশি দাম দিয়েই সিলিন্ডার কিনতে হচ্ছে। 

লালপুর বাজারের এলপিজি ব্যবসায়ী সোনার বাংলা ট্রেডার্সের মালিক আমিরুল ইসলাম বলেন, দাম বৃদ্ধির ঘোষণার পর থেকে আমাদেরও বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে। তাই বেশি দামে বিক্রিও করতে হচ্ছে। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, এ ব্যাপারে বাজার তদারকি করা হবে। যদি কেউ নির্দেশ অমান্য করেন তাহলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত