Ajker Patrika

চাঁপাইনবাবগঞ্জকে নিয়ে কটাক্ষ করায় উকিল নোটিশ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১৪: ৪৮
চাঁপাইনবাবগঞ্জকে নিয়ে কটাক্ষ করায় উকিল নোটিশ

রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ জেলাকে নিয়ে কটাক্ষ করায় মেহেদী হাসান রাসেল ও রেহেনাজ পারভীন তুতুলের বিরুদ্ধে বিভাগীয় কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তা জানতে চেয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপকের কাছে উকিল নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। আজ মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জজকোর্টের আইনজীবী এম এম এস মেহেদী হাসান শাওন লিগ্যাল নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন

জানা যায়, গত বুধবার ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে আসা রুবেল নামে এক আনসার সদস্যের টিকিট ঠিক থাকলেও তাঁকে বিনা কারণে হয়রানি ও মারধর করেন টিটি রুবেল ও তুতুল। এ সময় ওই আনসার সদস্যের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে হওয়ায় তাঁরা ওই জেলাকে নিয়ে কটাক্ষ ও কুরুচিপূর্ণ অশালীন কথাবার্তা বলেন, যা সামাজিক মাধ্যমে ভাইরাল হলে চাঁপাইনবাবগঞ্জবাসী মনঃক্ষুণ্ন হয়। ফলে চাঁপাইনবাবগঞ্জবাসীর পক্ষ থেকে ওই ঘটনায় বিভাগীয় কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চেয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক বরাবর লিগ্যাল নোটিশ পাঠান ওই আইনজীবী। 

এ বিষয়ে আইনজীবী এম এম এস মেহেদী হাসান শাওন বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা আগামী সাত কার্যদিবসের মধ্যে লিখিত আকারে জবাব চাওয়া হয়েছে। সেটি না পেলে টিটি রাসেল ও তুতুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাপরিচালক অসীম কুমার তালুকদার বলেন, ‘ওই লিগ্যাল নোটিশ আমার অফিসে পৌঁছেছে কি না, তা আমি এখনো জানি না। তবে যে যাত্রী নির্যাতনের শিকার হয়েছেন, আমি তাঁর পক্ষে রয়েছি। তাঁর সঙ্গে টিটির এমন আচরণ মোটেই বরদাস্ত করার মতো না। এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাত কার্যদিবসের মধ্যে ওই ঘটনার প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সেটি পেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত বুধবার ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে করে রাজশাহী রেলওয়ে স্টেশনে দুপুর ১২টা ১৫ মিনিটে পৌঁছান নির্যাতনের শিকার রুবেল। স্টেশনের প্ল্যাটফর্ম থেকে বের হওয়ার সময় এক নারী টিটি তাঁর টিকিট দেখতে চান। এ সময় রুবেল ওই টিটিকে জানান, তাঁর কাছে টিকিট আছে, কিন্তু দুই হাতে ব্যাগ থাকার কারণে সেটি দেখাতে একটু দেরি হলে ওই নারী টিটি সেখান থেকে চলে যান। পরে তিনি অন্য একজন (ছেলে) টিটিকে ডেকে এনে ওই আনসার সদস্যকে টিকিট দেখানোর কথা বলেন। টিকিট বের করার পরে রুবেলের নামের বানানে ‘এ এল’ দেখতে পান টিটি, যা অনলাইন রেজিস্ট্রেশনের সময় ভুল করে বসিয়ে দেওয়া হয়েছে। 

এই ভুল দেখে ছেলে টিটি ক্ষিপ্ত হয়ে প্রথমে রুবেলকে ধাক্কা দেন। এরপর একটি রুমে নিয়ে গিয়ে মারধর করেন। পরদিন টিটি রাসেলকে সাময়িক বরখাস্ত করে রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত