নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
ফেসবুকে আরেক জনের নামে ভুয়া আইডির খুলে আপত্তিকর ছবি প্রচার করে ফাঁসানোসহ সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করার অপরাধে রাজশাহীতে দুই যুবককে ১৫ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। অভিযোগপত্রের আলাদা তিনটি ধারার প্রত্যেকটিতে পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয় তাঁদের। এ ছাড়া দুজনকেই প্রতিটি ধারায় কারাদণ্ডের পাশাপাশি পাঁচ লাখ টাকা করে ১৫ লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়। জরিমানার অর্থ অনাদায়ে প্রতি পাঁচ লাখের জন্য আরও ছয় মাস করে বিনা শ্রম কারাদণ্ড ভোগ করতে হবে অভিযুক্ত দুই আসামিকে। আজ মঙ্গলবার রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় দেন।
দণ্ডিত আসামিরা হলেন, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সৈয়দপুর গ্রামের ওয়াসিম আল রাজী (৩৩) ও আলোকছত্র গ্রামের নাসিম আলী (২০)। এদের মধ্যে ওয়াসিম আল রাজী নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে ফেসবুকে লেখালেখি করতেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, ‘দুই আসামি এলাকার এক হিন্দু সম্প্রদায়ের ছেলের নামে ফেসবুকে আইডি খোলেন। গত বছরের ১ আগস্ট ওই আইডি থেকে তাঁরা বিভিন্নজনকে ধর্মীয় উসকানিমূলক লেখা ও ছবি পাঠান।
বিষয়টি জানতে পেরে পুলিশ দুজনকে আটক করে। পরে তাঁদের কাছে পাওয়া মোবাইল ফোনে ওই ভুয়া আইডির মাধ্যমে আপত্তিকর ছবি পাঠানোর প্রমাণ মেলে। এ নিয়ে তাঁদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।’
আইনজীবী ইসমত আরা আরও জানান, সাক্ষীদের সাক্ষ্যে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তাই আদালত আসামিদের দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছেন। আজ মামলার রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে হাজির ছিলেন। পরে তাঁদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। রায়ে আদালত বলেছেন, আসামিদের তিনটি ধারার সাজা একটার পর একটা কার্যকর হবে।
ফেসবুকে আরেক জনের নামে ভুয়া আইডির খুলে আপত্তিকর ছবি প্রচার করে ফাঁসানোসহ সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করার অপরাধে রাজশাহীতে দুই যুবককে ১৫ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। অভিযোগপত্রের আলাদা তিনটি ধারার প্রত্যেকটিতে পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয় তাঁদের। এ ছাড়া দুজনকেই প্রতিটি ধারায় কারাদণ্ডের পাশাপাশি পাঁচ লাখ টাকা করে ১৫ লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়। জরিমানার অর্থ অনাদায়ে প্রতি পাঁচ লাখের জন্য আরও ছয় মাস করে বিনা শ্রম কারাদণ্ড ভোগ করতে হবে অভিযুক্ত দুই আসামিকে। আজ মঙ্গলবার রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় দেন।
দণ্ডিত আসামিরা হলেন, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সৈয়দপুর গ্রামের ওয়াসিম আল রাজী (৩৩) ও আলোকছত্র গ্রামের নাসিম আলী (২০)। এদের মধ্যে ওয়াসিম আল রাজী নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে ফেসবুকে লেখালেখি করতেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, ‘দুই আসামি এলাকার এক হিন্দু সম্প্রদায়ের ছেলের নামে ফেসবুকে আইডি খোলেন। গত বছরের ১ আগস্ট ওই আইডি থেকে তাঁরা বিভিন্নজনকে ধর্মীয় উসকানিমূলক লেখা ও ছবি পাঠান।
বিষয়টি জানতে পেরে পুলিশ দুজনকে আটক করে। পরে তাঁদের কাছে পাওয়া মোবাইল ফোনে ওই ভুয়া আইডির মাধ্যমে আপত্তিকর ছবি পাঠানোর প্রমাণ মেলে। এ নিয়ে তাঁদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।’
আইনজীবী ইসমত আরা আরও জানান, সাক্ষীদের সাক্ষ্যে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তাই আদালত আসামিদের দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছেন। আজ মামলার রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে হাজির ছিলেন। পরে তাঁদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। রায়ে আদালত বলেছেন, আসামিদের তিনটি ধারার সাজা একটার পর একটা কার্যকর হবে।
চট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল।
৫ ঘণ্টা আগেসিলেটের ১৩৩ বছরের পুরোনো এমসি কলেজ। এর ছাত্রাবাসের সপ্তম ব্লকে ১২৮ জন শিক্ষার্থীর পাশাপাশি কলেজের কয়েকজন কর্মচারীও থাকেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে পানির তীব্র সংকট থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গোসল করা দূরে থাক, প্রয়োজনীয় খাওয়ার পানিও পাচ্ছেন না তাঁরা। তাই অনেকে বাধ্য হয়ে নিজ নিজ বাড়িতে চলে
৫ ঘণ্টা আগেটানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
৫ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
৫ ঘণ্টা আগে