Ajker Patrika

বগুড়ায় বিএনপির সাধারণ সম্পাদক ৪ দিনের রিমান্ডে

বগুড়া প্রতিনিধি
আপডেট : ৩১ জুলাই ২০২৪, ১৭: ১৬
বগুড়ায় বিএনপির সাধারণ সম্পাদক ৪ দিনের রিমান্ডে

কোটা সংস্কার আন্দোলন চলাকালে বগুড়ায় আওয়ামী লীগ অফিসে অগ্নিসংযোগের মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা এই রিমান্ড মঞ্জুর করেন। 

বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গত ২২ জুলাই রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনাকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাঁকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়।

আদালত বুধবার রিমান্ড আবেদন শুনানির দিন ধার্য করেন। সে অনুযায়ী বুধবার শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

গত ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে কয়েক হাজার শিক্ষার্থী বগুড়া শহরের সাতমাথায় বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনাসহ জেলা আওয়ামী লীগ অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ ঘটনার সাত দিন পর বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করেন জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক খালেকুজ্জামান রাজা।

ওই মামলায় জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনাসহ ৮৭ জনকে আসামি করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ চারজনকে গ্রেপ্তার করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত