বগুড়া প্রতিনিধি
কোটা সংস্কার আন্দোলন চলাকালে বগুড়ায় আওয়ামী লীগ অফিসে অগ্নিসংযোগের মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা এই রিমান্ড মঞ্জুর করেন।
বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গত ২২ জুলাই রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনাকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাঁকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়।
আদালত বুধবার রিমান্ড আবেদন শুনানির দিন ধার্য করেন। সে অনুযায়ী বুধবার শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।’
গত ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে কয়েক হাজার শিক্ষার্থী বগুড়া শহরের সাতমাথায় বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনাসহ জেলা আওয়ামী লীগ অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ ঘটনার সাত দিন পর বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করেন জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক খালেকুজ্জামান রাজা।
ওই মামলায় জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনাসহ ৮৭ জনকে আসামি করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ চারজনকে গ্রেপ্তার করেছে।
কোটা সংস্কার আন্দোলন চলাকালে বগুড়ায় আওয়ামী লীগ অফিসে অগ্নিসংযোগের মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা এই রিমান্ড মঞ্জুর করেন।
বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গত ২২ জুলাই রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনাকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাঁকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়।
আদালত বুধবার রিমান্ড আবেদন শুনানির দিন ধার্য করেন। সে অনুযায়ী বুধবার শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।’
গত ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে কয়েক হাজার শিক্ষার্থী বগুড়া শহরের সাতমাথায় বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনাসহ জেলা আওয়ামী লীগ অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ ঘটনার সাত দিন পর বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করেন জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক খালেকুজ্জামান রাজা।
ওই মামলায় জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনাসহ ৮৭ জনকে আসামি করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ চারজনকে গ্রেপ্তার করেছে।
ময়মনসিংহের মুক্তাগাছায় শাশুড়িকে হত্যার অভিযোগ উঠেছে জামাইয়ের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার রাতে উপজেলার ১ নম্বর দুল্লা ইউনিয়নের হরিরামপুরে এ ঘটনা ঘটে।
২ মিনিট আগেআজ মে দিবস। তবে মেহেরপুরের গাংনী উপজেলার অধিকাংশ দিনমজুর জানেন না মে দিবস কী। অধিকাংশ শ্রমিক বলছেন, ‘আমরা দিবস দিয়ে কী করব, না খাটলে যখন মুখে ভাত ওঠে না। তা ছাড়া আমরা দিবস–টিবস অত বুঝি না। দিনমজুর খেটে খেতে হবে এটাই বুঝি। কাজ করলে টাকা পাব, সেই টাকা দিয়ে পরিবারের মুখে ভাত তুলে দেব, আমরা এটাই বুঝি।
৯ মিনিট আগেকুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা। আজ বৃহস্পতিবার উপজেলার নূরীতলা এলাকায় এ ঘটনা ঘটে।
১৫ মিনিট আগেমে দিবস এলে দিনটিতে শুধু দিবসই পালন হয়, মজুরি বাড়ে না। এমন অভিযোগ দিনমজুরদের। তাঁরা বলছেন, দিন–রাত সমানতালে কাজ করে যেমন ফুরসত মেলে না ঠিক, তেমনি বাড়ে না তাঁদের মজুরি। দ্রব্যমূল্য অনুযায়ী ন্যায্য মজুরি না পেয়ে তাঁদের সংসারে টানাটানি। দিবসটি ঘিরে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বিভিন্ন আয়োজনে পালন
৪১ মিনিট আগে