আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
কৃষকেরা খেতে কাজ শেষে বাড়িতে ফিরছিলেন। এ সময় তাঁরা রেললাইনে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। কাছে এসে কৃষকেরা দেখেন এক অজ্ঞাত বৃদ্ধের (৬০) হাত, পা ও মুখমণ্ডল থেঁতলানো মরদেহ পড়ে আছে। ঘটনাটি ঘটেছে জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশন এলাকার ২৭৫ নম্বর রেলসেতুর দক্ষিণ পাশে।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন। তিনি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে। তবে নিহত ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি।’
স্থানীয় কয়েকজন কৃষক জানান, আক্কেলপুর রেলস্টেশন থেকে এক কিলোমিটার দক্ষিণে ২৭৫ নম্বর রেলসেতুর দক্ষিণ পাশে আজ দুপুরে খেতে কাজ শেষে কয়েকজন কৃষক বাড়ি ফিরছিলেন। এ সময় রেললাইনের ওপর কাউকে পড়ে থাকতে দেখেন। কাছে এসে তাঁরা এক অজ্ঞাত বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা বিষয়টি রেলস্টেশন কর্মকর্তা ও পুলিশকে জানান। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা মোস্তফা হোসেন বলেন, ‘আজ দুপুরে কয়েকজন কৃষক খবর দেন ট্রেনের ধাক্কায় মানুষ মারা গেছেন। আমরা বেশ কয়েকজন ঘটনাস্থলে পৌঁছে দেখি এক বৃদ্ধের মরদেহ রেললাইনের মধ্য পড়ে আছে। তাঁর হাত, পা ও মুখমণ্ডল থেঁতলে গেছে। ধারণা করা হচ্ছে, ট্রেনের ধাক্কায় তিনি মারা গেছেন। তবে তিনি আত্মহত্যা করেছেন কি না, সেটি কেউ বলতে পারছেন না।’
দ্রুতযান এক্সপ্রেসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু হতে পারে বলে ধারণা করছেন আক্কেলপুর রেলস্টেশনের মাস্টার তোফাজ্জল হোসেন। তিনি বলেন, ‘পঞ্চগড় থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস ট্রেন আজ দুপুর ১২টা ৫০ মিনিটে আক্কেলপুর স্টেশনে যাত্রাবিরতির জন্য প্রবেশ করে। দুই মিনিট পর ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। স্থানীয় সূত্রে জানতে পারি ওই ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু হতে পারে।’
মরদেহের সুরতহাল প্রতিবেদন করেন সান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক নরেশ চন্দ্র দাস। তিনি বলেন, ‘মরদেহের গায়ে গেঞ্জি ও পরনে লুঙ্গি ছিল। ধারণা করা হচ্ছে, টেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা গেছেন। তাঁর শরীরে বিভিন্ন অংশ থেঁতলানো ছিল। নিহতের পরিচয় পাওয়া যায়নি।’
কৃষকেরা খেতে কাজ শেষে বাড়িতে ফিরছিলেন। এ সময় তাঁরা রেললাইনে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। কাছে এসে কৃষকেরা দেখেন এক অজ্ঞাত বৃদ্ধের (৬০) হাত, পা ও মুখমণ্ডল থেঁতলানো মরদেহ পড়ে আছে। ঘটনাটি ঘটেছে জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশন এলাকার ২৭৫ নম্বর রেলসেতুর দক্ষিণ পাশে।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন। তিনি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে। তবে নিহত ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি।’
স্থানীয় কয়েকজন কৃষক জানান, আক্কেলপুর রেলস্টেশন থেকে এক কিলোমিটার দক্ষিণে ২৭৫ নম্বর রেলসেতুর দক্ষিণ পাশে আজ দুপুরে খেতে কাজ শেষে কয়েকজন কৃষক বাড়ি ফিরছিলেন। এ সময় রেললাইনের ওপর কাউকে পড়ে থাকতে দেখেন। কাছে এসে তাঁরা এক অজ্ঞাত বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা বিষয়টি রেলস্টেশন কর্মকর্তা ও পুলিশকে জানান। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা মোস্তফা হোসেন বলেন, ‘আজ দুপুরে কয়েকজন কৃষক খবর দেন ট্রেনের ধাক্কায় মানুষ মারা গেছেন। আমরা বেশ কয়েকজন ঘটনাস্থলে পৌঁছে দেখি এক বৃদ্ধের মরদেহ রেললাইনের মধ্য পড়ে আছে। তাঁর হাত, পা ও মুখমণ্ডল থেঁতলে গেছে। ধারণা করা হচ্ছে, ট্রেনের ধাক্কায় তিনি মারা গেছেন। তবে তিনি আত্মহত্যা করেছেন কি না, সেটি কেউ বলতে পারছেন না।’
দ্রুতযান এক্সপ্রেসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু হতে পারে বলে ধারণা করছেন আক্কেলপুর রেলস্টেশনের মাস্টার তোফাজ্জল হোসেন। তিনি বলেন, ‘পঞ্চগড় থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস ট্রেন আজ দুপুর ১২টা ৫০ মিনিটে আক্কেলপুর স্টেশনে যাত্রাবিরতির জন্য প্রবেশ করে। দুই মিনিট পর ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। স্থানীয় সূত্রে জানতে পারি ওই ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু হতে পারে।’
মরদেহের সুরতহাল প্রতিবেদন করেন সান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক নরেশ চন্দ্র দাস। তিনি বলেন, ‘মরদেহের গায়ে গেঞ্জি ও পরনে লুঙ্গি ছিল। ধারণা করা হচ্ছে, টেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা গেছেন। তাঁর শরীরে বিভিন্ন অংশ থেঁতলানো ছিল। নিহতের পরিচয় পাওয়া যায়নি।’
রাজশাহীর গোদাগাড়ীতে মরদেহ সৎকারে যাওয়ার সময় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে পবা উপজেলার হরিপুর বেড়পাড়া গ্রামসংলগ্ন পদ্মা নদীতে হরনে সাহা (৬৫) নামের একজনের মরদেহ ভাসতে দেখা যায়। এ ছাড়া বিকেলে গোদাগাড়ীর খারিজাগাতিসংলগ্ন নদী থেকে দিলীপ (৩২) নামের আরেকজনের মরদেহ পাও
১৮ মিনিট আগেচালক, সুপারভাইজার ও সহকারীদের বিভিন্ন সুযোগ-সুবিধার দাবিদাওয়াকে কেন্দ্র করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধই রয়েছে। আজ রোববার চতুর্থ দিনের মতো বাস বন্ধ ছিল। আগামীকাল সোমবার শ্রমিক ও মালিকপক্ষের বৈঠক হবে। বৈঠকে দুপক্ষের মধ্যে আলোচনার পর বাস চলাচল শুরু হতে পারে। বাসমালিক
২৮ মিনিট আগেসাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান রাজধানীর গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাঁকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন
৩৪ মিনিট আগেকক্সবাজারের টেকনাফে কাভার্ড ভ্যানে ধাক্কা দিয়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। আজ রোববার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সড়কের বড় খাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন বরাং কাঁটাবুনিয়া এলাকার আনু মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৩) এবং কক্সবাজ
৪৩ মিনিট আগে