Ajker Patrika

বগুড়ার ২ স্থানে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী কলেজছাত্রী ও ২ স্কুলছাত্র নিহত

বগুড়া প্রতিনিধি
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৫: ১০
বগুড়ার ২ স্থানে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী কলেজছাত্রী ও ২ স্কুলছাত্র নিহত

বগুড়ায় পৃথক স্থানে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী তিন শিক্ষার্থী নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন কলেজছাত্রী এবং দুজন স্কুলছাত্র। আজ মঙ্গলবার সকালে বগুড়ার সোনাতলা ও বগুড়া শহরতলির দ্বিতীয় বাইপাস মহাসড়কে দুর্ঘটনা দুটি ঘটে।

নিহত তিনজন হলো বগুড়ার সোনাতলা সরকারি নাজির আকতার কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী শাহানা আকতার (১৮), বগুড়ার গাবতলী উপজেলার বৈঠাভাঙ্গা গ্রামের স্কুলছাত্র সিফাত ইসলাম (১৫) ও মহানুর রহমান (১৫)। তারা স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।

সোনাতলা থানার উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন বলেন, শাহানা আকতার সকাল ১০টার দিকে বড় ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলযোগে কলেজে যাচ্ছিলেন। পথে পাঁচকুড়ি ব্রিজের কাছে একটি বালুবোঝাই ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় তাঁর ভাই আহত হয়েছেন। স্থানীয় লোকজন ট্রাকটি আটক করলেও চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন।

এদিকে পৃথক দুর্ঘটনায় দুই স্কুলছাত্রের মৃত্যুর বিষয়ে বগুড়া শহরের নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশের পরিদর্শক তারিকুল ইসলাম বলেন, মহানুর রহমান ও সিফাত ইসলাম মামাতো-ফুপাতো ভাই। তারা মোটরসাইকেলযোগে গাবতলীর পোড়াদহ মেলা থেকে শহরে ফিরছিল। বড়িয়া এলাকায় মহাসড়কে একটি ট্রাক আরেকটিকে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলকে চাপা দেয়। তাতে ঘটনাস্থলেই দুজন মারা যায়। দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যান। ট্রাক ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১টা বাজলেই আর স্কুলে থাকে না শিক্ষার্থীরা, ফটকে তালা দিয়েও ঠেকানো গেল না

ভিকারুননিসায় হিজাব বিতর্ক: বরখাস্ত শিক্ষককে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

আসামে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বহাল থাকবে দুর্গাপূজা পর্যন্ত

জম্মু-কাশ্মীরে ধ্বংস করা হলো ৪৪ হাজার কেজি রসগোল্লা

সরকারের কমিটি পছন্দ হয়নি, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ‎প্রকৌশল শিক্ষার্থীদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত