Ajker Patrika

মেয়েকে হত্যা করে মাটিতে পুতে রাখে সৎ বাবা ও প্রতিবেশী: পুলিশ

সিরাজগঞ্জ প্রতিনিধি
মেয়েকে হত্যা করে মাটিতে পুতে রাখে সৎ বাবা ও প্রতিবেশী: পুলিশ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিখোঁজের পাঁচ দিন পর নয় বছরের শিশু সানজিদার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার সলঙ্গা থানার অলিদহ পশ্চিমপাড়া এলাকার একটি ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির সৎ বাবা ও প্রতিবেশী মামাকে আটক করা হয়েছে। 

গতকাল বুধবার রাতে সলঙ্গা এলাকা থেকে দুজনকে আটক করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী আজ শিশুর লাশ উদ্ধার করা হয়। 

নিহত সানজিদা খাতুন (৯) আমশড়া গ্রামের শাহিনের মেয়ে। গ্রেপ্তার শরিফুল ও হাসমত আলী অলিদহ গ্রামের বাসিন্দা। 

আটক দুজনের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, সানজিদার মা জরিনা খাতুনের সঙ্গে শাহিনের বিচ্ছেদ হওয়ার পর শরিফুলকে বিয়ে করেন তিনি। জরিনা খাতুন শরিফুলের চতুর্থ স্ত্রী ছিলেন। তাঁদের মধ্যে দাম্পত্য দ্বন্দ্বের জের ধরে দেড় মাস আগে জরিনা শ্বশুর বাড়ি ছেড়ে বাবার বাড়ি চলে যান। শরিফুলের চেষ্টার পরও তিনি ফিরে না আসায় জরিনার প্রতিবেশী হাসমতের শরণাপন্ন হন (তিনি) শরিফুল। হাসমত আলী তাঁকে বলেন, সানজিদাকে অপহরণ করে তার হাতে তুলে দিলে তাঁর স্ত্রীকে ফেরত পাবেন। 

পরিকল্পনা অনুযায়ী গত ১০ ফেব্রুয়ারি মাদ্রাসায় যাওয়ার পথে হাসমত ও শরিফুল সানজিদাকে চিপসের প্রলোভন দেখিয়ে অপহরণের চেষ্টা করে। এ সময় সানজিদা চিৎকার করলে তাকে গলাটিপে হত্যার পর কবরস্থানের জঙ্গলে মরদেহ ফেলে রেখে যায়। ওই রাতেই তাঁরা মরদেহ পাশের একটি ধানখেতে পুতে রাখেন। 

এদিকে অনেক খোঁজাখুঁজির পর সানজিদার সন্ধান না পেয়ে গত ১১ ফেব্রুয়ারি তাঁর নানা জহুরুল ইসলাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। 

ওসি এনামুল আরও বলেন, জিডি হওয়ার পর পুলিশ অনুসন্ধান চালিয়ে ওই দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেন তারা। তাদের দেওয়া তথ্যমতে ধানখেতে পুতে রাখা অবস্থায় সানজিদার মরদেহ উদ্ধার করা হয়। 

ওসি বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত