নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গায় ছাত্রলীগ নেতা হত্যা মামলার প্রধান আসামি উচ্চ আদালত থেকে জামিনে আসা উপজেলা চেয়ারম্যানের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এতে উপজেলা চেয়ারম্যান আসাদের মা ফিরোজা বেগম বাদী ৫৯ জনকে আসামি করেছেন।
অন্যদিকে উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদকে প্রধান করে ১৪ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন নিহত ছাত্রলীগ নেতা জামিউল আলীম জীবনের চাচা এস এম আলী ফকরুদ্দিন ফুটু। পাল্টাপাল্টি এ মামলা দুটি গত ২৪ অক্টোবর থানায় দাখিল করা হলেও গতকাল শনিবার (২৯ অক্টোবর) রাতে এজাহারগুলো নথিভুক্ত করে নলডাঙ্গা থানা-পুলিশ।
নলডাঙ্গা থানা-পুলিশ সূত্রে জানা যায়, ছাত্রলীগ নেতা হত্যা মামলার প্রধান আসামি উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান উচ্চ আদালত থেকে জামিন নিয়ে এলাকায় আসেন। গত ২৩ অক্টোবর (রোববার) দুপুর ১টার দিকে উপজেলা পরিষদ কার্যালয় থেকে ভাড়া বাসায় ফেরার পথে উপজেলা গেট এলাকার মোড়ে দুই পক্ষের মারামারি হয়। এ ঘটনায় উপজেলা চেয়ারম্যান আসাদসহ দুই পক্ষের কয়েকজন আহত হন।
এ ঘটনার পরদিন উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের মা ফিরোজা বেগম বাদী হয়ে মামলায় দায়ের করেন। এতে উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতা তৌহিদুর রহমান লিটন প্রধান করে নিহত জামিউল আলীম জীবনের বাবা ফরহাদ হোসেন, জীবনের চাচা এসএম আলী ফকরুদ্দিন, উপজেলার আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক এস এম ফিরোজ ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম, নারী ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তারসহ ৫৯ জনকে আসামি করে এজাহার দেন।
অন্যদিকে নিহত ছাত্রলীগ নেতা জামিউল আলীম জীবনের চাচা এস এম আলী ফকরুদ্দিন ফুটু বাদী হয়ে উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদকে প্রধান করে ১৪ জনকে আসামি করে নলডাঙ্গা থানায় আরেকটি এজাহার দেন।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কামাল আজাদ বলেন, গত শনিবার রাতে দুটি মামলার এজাহার নথিভুক্ত করা হয়েছে। মামলা দুটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ফেসবুক লাইভে অভিযোগ তুলে কথা বলায় গত ১৯ সেপ্টেম্বর নলডাঙ্গা উপজেলা ছাত্রলীগের নেতা জামিউল আলীম জীবনকে পিটিয়ে আহত করেন উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ। ঘটনার ৫ দিন পরে গত ২৩ সেপ্টেম্বর দুপুরে ছাত্রলীগ নেতা জামিউল আলীম জীবন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় হত্যার অভিযোগ উঠে নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে। এ ঘটনায় জীবনের মা জাহানারা বেগম বাদী হয়ে উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদসহ তাঁর দুই ভাইয়ের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এ মামলায় উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিনে আসেন। জামিনে এসে গত ২৩ অক্টোবর দুপুরে নলডাঙ্গা উপজেলা পরিষদ গেট এলাকার অধীরের মোড়ে নলডাঙ্গা-নাটোর সড়কে উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ উপজেলা পরিষদ কার্যালয় থেকে ফেরার পথে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে।
নাটোরের নলডাঙ্গায় ছাত্রলীগ নেতা হত্যা মামলার প্রধান আসামি উচ্চ আদালত থেকে জামিনে আসা উপজেলা চেয়ারম্যানের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এতে উপজেলা চেয়ারম্যান আসাদের মা ফিরোজা বেগম বাদী ৫৯ জনকে আসামি করেছেন।
অন্যদিকে উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদকে প্রধান করে ১৪ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন নিহত ছাত্রলীগ নেতা জামিউল আলীম জীবনের চাচা এস এম আলী ফকরুদ্দিন ফুটু। পাল্টাপাল্টি এ মামলা দুটি গত ২৪ অক্টোবর থানায় দাখিল করা হলেও গতকাল শনিবার (২৯ অক্টোবর) রাতে এজাহারগুলো নথিভুক্ত করে নলডাঙ্গা থানা-পুলিশ।
নলডাঙ্গা থানা-পুলিশ সূত্রে জানা যায়, ছাত্রলীগ নেতা হত্যা মামলার প্রধান আসামি উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান উচ্চ আদালত থেকে জামিন নিয়ে এলাকায় আসেন। গত ২৩ অক্টোবর (রোববার) দুপুর ১টার দিকে উপজেলা পরিষদ কার্যালয় থেকে ভাড়া বাসায় ফেরার পথে উপজেলা গেট এলাকার মোড়ে দুই পক্ষের মারামারি হয়। এ ঘটনায় উপজেলা চেয়ারম্যান আসাদসহ দুই পক্ষের কয়েকজন আহত হন।
এ ঘটনার পরদিন উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের মা ফিরোজা বেগম বাদী হয়ে মামলায় দায়ের করেন। এতে উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতা তৌহিদুর রহমান লিটন প্রধান করে নিহত জামিউল আলীম জীবনের বাবা ফরহাদ হোসেন, জীবনের চাচা এসএম আলী ফকরুদ্দিন, উপজেলার আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক এস এম ফিরোজ ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম, নারী ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তারসহ ৫৯ জনকে আসামি করে এজাহার দেন।
অন্যদিকে নিহত ছাত্রলীগ নেতা জামিউল আলীম জীবনের চাচা এস এম আলী ফকরুদ্দিন ফুটু বাদী হয়ে উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদকে প্রধান করে ১৪ জনকে আসামি করে নলডাঙ্গা থানায় আরেকটি এজাহার দেন।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কামাল আজাদ বলেন, গত শনিবার রাতে দুটি মামলার এজাহার নথিভুক্ত করা হয়েছে। মামলা দুটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ফেসবুক লাইভে অভিযোগ তুলে কথা বলায় গত ১৯ সেপ্টেম্বর নলডাঙ্গা উপজেলা ছাত্রলীগের নেতা জামিউল আলীম জীবনকে পিটিয়ে আহত করেন উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ। ঘটনার ৫ দিন পরে গত ২৩ সেপ্টেম্বর দুপুরে ছাত্রলীগ নেতা জামিউল আলীম জীবন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় হত্যার অভিযোগ উঠে নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে। এ ঘটনায় জীবনের মা জাহানারা বেগম বাদী হয়ে উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদসহ তাঁর দুই ভাইয়ের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এ মামলায় উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিনে আসেন। জামিনে এসে গত ২৩ অক্টোবর দুপুরে নলডাঙ্গা উপজেলা পরিষদ গেট এলাকার অধীরের মোড়ে নলডাঙ্গা-নাটোর সড়কে উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ উপজেলা পরিষদ কার্যালয় থেকে ফেরার পথে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) যৌন হয়রানির অভিযোগে এক অধ্যাপককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি হলেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. রশীদুল ইসলাম। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর নির্দেশক্রমে রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ স্বাক্ষরিত এক
১৭ মিনিট আগেকুড়িগ্রামের নাগেশ্বরীতে পল্লিচিকিৎসক আলমগীর হোসেনের ভুল চিকিৎসায় নুরজাহান (৯) নামের এক শিশুর সারা শরীর ঝলসে গেছে বলে অভিযোগ উঠেছে। রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন ইউনিটের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছে শিশুটি। হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ নূরুন্নবী বলেছেন, রোগীর শারীরিক অবস্থা দেখে প্রাথমিকভাবে
২২ মিনিট আগেনলডাঙ্গা মাধনগর রেলস্টেশনের পলাশীতলা রেললাইনে লোহার শিকল পেঁচিয়ে তালাবদ্ধ করে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রেল কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিকল কেটে রেললাইন শঙ্কামুক্ত করেন। এ ঘটনায় ঢাকা ছেড়ে আসা আন্তনগর একটি ট্রেন ১ ঘণ্টা বিলম্বে যাত্রা করে।
২৬ মিনিট আগেগত বছর বাংলাদেশে চলমান জুলাই আন্দোলনে সংহতি প্রকাশ করায় সংযুক্ত আরব আমিরাতে আটক ২৬ জন প্রবাসী বাংলাদেশিকে দ্রুত মুক্তি ও দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডায়াস্পোরা অ্যালায়েন্স।
৩২ মিনিট আগে