নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘যাঁরা রাজনীতি করবেন, রাজনৈতিক মঞ্চ, নিয়মকানুন মেনে চলবেন। এর বাইরে যদি কিছু করেন, তাহলে তাঁদের আইনগতভাবে জবাব দেওয়া হবে। রাজনীতি করতে হলে রাজনৈতিক শিষ্টাচার মেনেই করতে হবে। এর বাইরে অন্য কিছু করার সুযোগ নেই। সেটা করলে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিহত করবে।’
আজ বুধবার সকালে রাজশাহীর বাঘা উপজেলায় আনসার-ভিডিপি মডেল ভবন উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে ভবনের উদ্বোধন করেন।
জামায়াত-শিবিরের মাথাচাড়া দিয়ে ওঠার বিষয়ে মন্ত্রী বলেন, ‘জামায়াত-শিবির বলে কোনো কথা নেই। যাঁরাই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবেন, তিনি যে-ই হোন, আমরা তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব এবং সেটা নিচ্ছি।’
তিনি বলেন, ‘আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সুন্দরভাবে বীরত্ব এবং বীরত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। তারা দেশকে ভালোবাসে এটা বারবার প্রমাণ করে যাচ্ছে।’
সীমান্ত হত্যা নিয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের বিভিন্ন সময়ে আলোচনায় তারাও অভিন্ন অভিমত দিয়েছে বর্ডার কিলিং বন্ধ করার ব্যাপারে। সীমান্তে নাশকতামূলক যে কর্মকাণ্ড হয়, তা তারা বন্ধ করবে। একই সঙ্গে তারা অবৈধ চলাচল বন্ধ করার ব্যাপারে আমাদের বলেছিল। আমরা তাদের বলেছিলাম, যে হাতিয়ারটা ব্যবহার করে, সেটা যেন এই ধরনের হাতিয়ার না হয়। সেটা তারা আমাদের ওয়াদা করেছে।’
মন্ত্রী বলেন, ‘বিজিবি-বিএসএফ সব সময় একটা কথা হয়। পতাকা বৈঠকের মাধ্যমে আমরা আমাদের অসন্তোষগুলো জানাই। তারাও তাদের সেগুলো জানায়। দুই দেশের সম্পর্ক সব সময় ভালো।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য শাহরিয়ার আলম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আদিবা আনজুম মিতা, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘যাঁরা রাজনীতি করবেন, রাজনৈতিক মঞ্চ, নিয়মকানুন মেনে চলবেন। এর বাইরে যদি কিছু করেন, তাহলে তাঁদের আইনগতভাবে জবাব দেওয়া হবে। রাজনীতি করতে হলে রাজনৈতিক শিষ্টাচার মেনেই করতে হবে। এর বাইরে অন্য কিছু করার সুযোগ নেই। সেটা করলে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিহত করবে।’
আজ বুধবার সকালে রাজশাহীর বাঘা উপজেলায় আনসার-ভিডিপি মডেল ভবন উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে ভবনের উদ্বোধন করেন।
জামায়াত-শিবিরের মাথাচাড়া দিয়ে ওঠার বিষয়ে মন্ত্রী বলেন, ‘জামায়াত-শিবির বলে কোনো কথা নেই। যাঁরাই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবেন, তিনি যে-ই হোন, আমরা তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব এবং সেটা নিচ্ছি।’
তিনি বলেন, ‘আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সুন্দরভাবে বীরত্ব এবং বীরত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। তারা দেশকে ভালোবাসে এটা বারবার প্রমাণ করে যাচ্ছে।’
সীমান্ত হত্যা নিয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের বিভিন্ন সময়ে আলোচনায় তারাও অভিন্ন অভিমত দিয়েছে বর্ডার কিলিং বন্ধ করার ব্যাপারে। সীমান্তে নাশকতামূলক যে কর্মকাণ্ড হয়, তা তারা বন্ধ করবে। একই সঙ্গে তারা অবৈধ চলাচল বন্ধ করার ব্যাপারে আমাদের বলেছিল। আমরা তাদের বলেছিলাম, যে হাতিয়ারটা ব্যবহার করে, সেটা যেন এই ধরনের হাতিয়ার না হয়। সেটা তারা আমাদের ওয়াদা করেছে।’
মন্ত্রী বলেন, ‘বিজিবি-বিএসএফ সব সময় একটা কথা হয়। পতাকা বৈঠকের মাধ্যমে আমরা আমাদের অসন্তোষগুলো জানাই। তারাও তাদের সেগুলো জানায়। দুই দেশের সম্পর্ক সব সময় ভালো।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য শাহরিয়ার আলম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আদিবা আনজুম মিতা, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. ইফতিখারুল আলম মাসউদের বাসা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর মণ্ডলের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগেখুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতকোত্তর (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার চারটি ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। গতকাল বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশিত হয়। পরীক্ষার্থীরা খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে নিজেদের প্রোফাইলে লগইন করে ফল জানতে
১ ঘণ্টা আগেকুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পল্লী বিদ্যুতের একটি সাবস্টেশনে চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে অজ্ঞাত এক ব্যক্তির (৩৫) মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার তারাগুনিয়া থানার মোড় এলাকায় দৌলতপুর জোনাল অফিসের সাবস্টেশন থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
১ ঘণ্টা আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ৩১ জুলাই অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।
১ ঘণ্টা আগে