Ajker Patrika

রাজশাহীতে হ্যানি ট্র্যাপে ফেলে টাকা আদায়ের চেষ্টা, ভুয়া সাংবাদিকসহ গ্রেপ্তার ১২

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে হ্যানি ট্র্যাপে ফেলে টাকা আদায়ের চেষ্টা, ভুয়া সাংবাদিকসহ গ্রেপ্তার ১২

রাজশাহীতে চার নারী ও আট ভুয়া সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা মধুচক্রের (হ্যানি ট্র্যাপ) ফাঁদ পেতে চার তরুণের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। ভুক্তভোগী ওই চারজনের পক্ষ থেকে এই ১২ নারী-পুরুষের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

গ্রেপ্তার ৮ ভুয়া সাংবাদিক হলেন— নগরীর মোল্লাপাড়া এলাকার মো. কাউসার (২৩), ছোটবনগ্রামের মানিক সাধন (৩০), হড়গ্রাম পূর্বপাড়ার মো. রহমত (২২), একই এলাকার কাউসার আলী (২৩), হেতেমখাঁ এলাকার মোহাম্মদ রতন (২০), ফুদকিপাড়া এলাকার মো. শাকিল (২৪), হড়গ্রাম শেখপাড়ার মো. সালাউদ্দিন (৩৬) ও লক্ষ্মীপুর ভাটাপাড়ার আশিক হাসান (২৩)।

এদের মধ্যে পাঁচজন দৈনিক দেশ নামের একটি পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়েছেন। এ ছাড়া একজন দৈনিক নববাণী ও দুজন ডিডিপি টিভির সাংবাদিক হিসেবে পরিচয় দিয়েছেন। গ্রেপ্তার চার নারী হলেন- মোসা. সুমি (২৬), মোসা. শম্পা (২০), প্রিয়াঙ্কা খাতুন (২১) ও পপি (৩৪)।

পুলিশ জানায়, এই চার নারী শাহমখদুম থানা এলাকায় কৃষি ব্যাংক সংলগ্ন একটি বাড়ি ভাড়া নিয়ে অসামাজিক কার্যকলাপ করতেন। এই চক্রের সদস্য ওই আট ভুয়া সাংবাদিক। ওই নারীরা কৌশলে লোকজন বাসায় নিয়ে তাদের সঙ্গে আপত্তিকর ছবি তুলতেন। তারপর ওই ভুয়া সাংবাদিকেরা হঠাৎ হাজির হয়ে পত্রিকায় ছবি ছাপিয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করতেন। 

গতকাল বুধবার সন্ধ্যায় এমন একটি ঘটনার সময় বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে যান। এরপর তিনি পুলিশে খবর দেন। পরে পুলিশ ওই চার ভুক্তভোগীকে উদ্ধার করে। পাশাপাশি ৮ ভুয়া সাংবাদিক ও ৪ নারীকে গ্রেপ্তার করে থানায় নেয়।

শাহমখদুম থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ জানান, এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে ১২ জনের বিরুদ্ধে থানায় প্রচলিত আইনে মামলা করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত