Ajker Patrika

নওগাঁয় পৃথক ঘটনায় মিলল দুজনের লাশ

­­­নওগাঁ প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নওগাঁ সদর ও মান্দা উপজেলায় পৃথক ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে এসব মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা-পুলিশ।

নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার তিলকপুর ইকরতারা গ্রামের জামাল হোসেন (৫২) ও মান্দা উপজেলার চকউলি গ্রামের রায়হান আলী (২৫)।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম আজকের পত্রিকাকে বলেন, জামাল হোসেন শৈলগাছি গ্রামের একটি মুরগির খামারে স্ত্রীসহ শ্রমিক হিসেবে কাজ করতেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ সকালে স্থানীয় বাসিন্দারা খামার থেকে প্রায় ১০০ গজ দূরে সড়কের পাশে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি নুরে আলম আরও বলেন, প্রাথমিকভাবে জামালের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

অন্যদিকে মান্দা থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, উপজেলার চকউলি গ্রামের একটি পুকুরপাড়ে আমগাছে ঝুলন্ত অবস্থায় রায়হানের মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত