নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রাজশাহীতে আয়োজিত আন্তস্কুল বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রাজশাহী সিটি ইউনিট আয়োজিত এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব হয়।
বিতর্ক প্রতিযোগিতার নির্ধারিত বিষয় ছিল ‘প্রশিক্ষিত যুব সমাজই দুর্যোগ প্রশমনের প্রধান হাতিয়ার’। বিতর্ক প্রতিযোগিতায় রাজশাহী কলেজিয়েট স্কুল চ্যাম্পিয়ন হয়। আর রানারআপ হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল। প্রধান বিচারক ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ বি এম শরীফ উদ্দিন।
রাজশাহী শহরের ২৪টি বিদ্যালয় নিয়ে আন্তস্কুল বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। গতকাল শুক্রবার শুরু হওয়া এ বিতর্ক প্রতিযোগিতায় প্রথম তিনটি নকআউট পর্ব হয় অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে। আজ শনিবার অনুষ্ঠানের সেমিফাইনাল এবং ফাইনাল রাউন্ড হয় রাজশাহী সিটি করপোরেশনের অ্যানেক্স ভবনে।
ফাইনালে শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী মো. নাহিয়ান। অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্সআপ আপ দলের সবাইকে সম্মাননা ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা শিক্ষক অধ্যাপক ড. মো. আমিনুর ইসলাম। সম্মানিত অতিথি ছিলেন সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার। বিচারকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদর দপ্তরের কো-অর্ডিনেটর সেফার এক্সেস এবং ইয়ুথ কো-কারিকুলাম ম্যানেজার কাজী রাশেদ শিমুল; রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং ফোরামের পক্ষ থেকে হাসিবুল হাসান শান্ত, নাজিফা তাসনিম।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ফোরামের মাহাদী হাসান মাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সিটি ইউনিটের লেভেল অফিসার মির্জা শামীম আহসান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রকল্প অফিসার আবু মো. জোবায়ের, জার্মান রেডক্রসের প্রতিনিধি সাজেদুর রহমান ও যুব প্রধান আলি হোসেন।
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রাজশাহীতে আয়োজিত আন্তস্কুল বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রাজশাহী সিটি ইউনিট আয়োজিত এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব হয়।
বিতর্ক প্রতিযোগিতার নির্ধারিত বিষয় ছিল ‘প্রশিক্ষিত যুব সমাজই দুর্যোগ প্রশমনের প্রধান হাতিয়ার’। বিতর্ক প্রতিযোগিতায় রাজশাহী কলেজিয়েট স্কুল চ্যাম্পিয়ন হয়। আর রানারআপ হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল। প্রধান বিচারক ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ বি এম শরীফ উদ্দিন।
রাজশাহী শহরের ২৪টি বিদ্যালয় নিয়ে আন্তস্কুল বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। গতকাল শুক্রবার শুরু হওয়া এ বিতর্ক প্রতিযোগিতায় প্রথম তিনটি নকআউট পর্ব হয় অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে। আজ শনিবার অনুষ্ঠানের সেমিফাইনাল এবং ফাইনাল রাউন্ড হয় রাজশাহী সিটি করপোরেশনের অ্যানেক্স ভবনে।
ফাইনালে শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী মো. নাহিয়ান। অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্সআপ আপ দলের সবাইকে সম্মাননা ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা শিক্ষক অধ্যাপক ড. মো. আমিনুর ইসলাম। সম্মানিত অতিথি ছিলেন সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার। বিচারকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদর দপ্তরের কো-অর্ডিনেটর সেফার এক্সেস এবং ইয়ুথ কো-কারিকুলাম ম্যানেজার কাজী রাশেদ শিমুল; রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং ফোরামের পক্ষ থেকে হাসিবুল হাসান শান্ত, নাজিফা তাসনিম।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ফোরামের মাহাদী হাসান মাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সিটি ইউনিটের লেভেল অফিসার মির্জা শামীম আহসান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রকল্প অফিসার আবু মো. জোবায়ের, জার্মান রেডক্রসের প্রতিনিধি সাজেদুর রহমান ও যুব প্রধান আলি হোসেন।
গাজীপুর সিটি করপোরেশনে (জিসিসি) চীনের একটি প্রতিষ্ঠানের উদ্ভাবিত রক্ত আমাশয়ের (শিগেলা) টিকার ক্লিনিক্যাল ট্রায়াল দিতে চায় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি)। চীনা প্রতিষ্ঠানটি এ বিষয়ে আইসিডিডিআরবির সহযোগিতা চেয়েছিল।
১ ঘণ্টা আগেগাইবান্ধার সুন্দরগঞ্জে ছড়িয়ে পড়ছে অ্যানথ্রাক্স (তড়কা রোগ)। গবাদিপশুর এ রোগে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এ উপসর্গ নিয়ে মারাও গেছেন মোছা. রোজিনা বেগম নামের এক নারী। কিন্তু সে তুলনায় নেই সচেতনতা ও চিকিৎসার ব্যবস্থা। ফলে চরম উৎকণ্ঠা আর উদ্বিগ্নে দিন কাটছে সুন্দরগঞ্জবাসীর।
১ ঘণ্টা আগেতিন বছর ধরে বরগুনার তালতলীর ফাতরার বনের উত্তর নিদ্রার চরের শত শত বিভিন্ন প্রজাতির বড় গাছ মরে যাচ্ছে। তবে সেগুলো বিক্রির কোনো উদ্যোগ নিচ্ছে না বন বিভাগ। অভিযোগ উঠেছে, কিছু অসাধু কর্মকর্তা সেসব গাছ চোরাই পথে বিক্রি করছেন।
১ ঘণ্টা আগেবাংলাদেশের টেকসই উন্নয়নে স্থানীয় পর্যায়ের এনজিওগুলোর সক্ষমতা বৃদ্ধি ও তাদের সরাসরি তত্ত্বাবধানে প্রকল্প বাস্তবায়ন প্রয়োজন বলে জানিয়েছে এনজিও-বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ দাউদ মিয়া। রোববার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে স্থানীয়করণ-বিষয়ক এক জাতীয় সেমিনারে এসব কথা বলেন তিনি।
৩ ঘণ্টা আগে