Ajker Patrika

খেজুরের রস সংগ্রহ করে বাড়ি ফেরার পথে গাছির মৃত্যু

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 
খেজুরের রস সংগ্রহ করে বাড়ি ফেরার পথে গাছির মৃত্যু

রাজশাহীর বাঘায় খেজুর রস সংগ্রহ করে বাড়ি ফেরার পথে লাভলু প্রামানিক (৩২) নামের এক গাছির মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ৬টার দিকে তাঁর মৃত্যু হয়।

লাভলু প্রামানিক বাঘা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কলিগ্রামের আবদুল মজিত প্রামানিকের ছেলে। 

লাভলু প্রামানিকের বড় ভাই মাইনুল ইসলাম বলেন, আমার ছোট ভাই খেজুর রস সংগ্রহের কাজ করত। আজ বাইসাইকেল নিয়ে পাকুড়িয়া প্রাথমিক বিদ্যালয় পাশে খেজুর গাছ থেকে রস সংগ্রহের কাজে যায় সে। রস সংগ্রহ করে বাড়ি ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায়। পরে সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বাঘা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনিরুল ইসলাম জানান, বুধবার বাদ যোহর জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁর দাফন করা হয়।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ‘মৃত্যুর বিষয়টি জানা নেই। অস্বাভাবিক মৃত্যু হলে বিষয়টি দেখতাম।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত