Ajker Patrika

মিষ্টি খাওয়া নিয়ে বাগ্‌বিতণ্ডা, বাবার বাটামের আঘাতে যুবকের মৃত্যু

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ১৬: ২৩
মিষ্টি খাওয়া নিয়ে বাগ্‌বিতণ্ডা, বাবার বাটামের আঘাতে যুবকের মৃত্যু

বগুড়ার শিবগঞ্জে মিষ্টি খাওয়াকে কেন্দ্র করে বাবার কাঠের বাটামের আঘাতে ফারাজ আলীর (২৫) মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আহত ফারাজকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

ফারাজ আলী উপজেলার পিরব ইউনিয়নের বানিহার গ্রামের সোহরাব হোসেনের ছেলে। তিনি পেশায় অটোভ্যানচালক ছিলেন।

স্থানীয়রা জানান, ফারাজ আলীর সঙ্গে তাঁর বাবা সোহরাব হোসেন ও মা রুজিনা বেগমের সম্পর্ক ভালো ছিল না। গতকাল বুধবার দুপুরে ফারাজের ঘরে রাখা মিষ্টি খায় তাঁর ছোট ভাই উজ্জল হোসেন। এতে ফারাজ রাগ করে ছোট ভাইয়ের ওপর চড়াও হলে তাঁর মা ছুটে আসেন। এ সময় ফারাজ তাঁর মায়ের সঙ্গে বাগ্‌বিতণ্ডা জড়ান।

একপর্যায়ে ফারাজের বাবা সোহরাব আলী ঘটনাস্থলে এসে তাঁর মাথায় কাঠের বাটাম দিয়ে আঘাত করলে মাটিতে পড়ে যান। পরে তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসক ফারাজের অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেল (ঢামেক) হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন। পরে আজ বৃহস্পতিবার সকালে ঢামেকে নেওয়ার পথে মৃত্যু হয় ফারাজের।

শিবগঞ্জ-সোনাতলা সার্কেলের সহকারী পুলিশ সুপার তানভির হাসান বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত বাবা পলাতক আছেন। মরদেহ এলাকায় নিয়ে আসা হচ্ছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হবে। এই বিষয়ে মামলা দায়ের হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত