Ajker Patrika

দেশের গণতন্ত্র হত্যা করেছে আওয়ামী লীগ সরকার: রুহুল কবির রিজভী

জয়পুরহাট প্রতিনিধি
দেশের গণতন্ত্র হত্যা করেছে আওয়ামী লীগ সরকার: রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের গণতন্ত্র হত্যা করেছে আওয়ামী লীগ সরকার। এই দেশে কোনো গণতন্ত্র নেই। কিন্তু গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন শুরু হয়ে গেছে। তাতে বিদেশিদের সমর্থন আছে। দেশেও সমর্থন আছে। কিন্তু এর ফয়সালা হবে রাজপথে।’ 

গতকাল বৃহস্পতিবার জয়পুরহাটের দাদড়া জন্তিগ্রাম এলাকায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল পূর্ব আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ শামছুল হক। বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগের দায়িত্ব প্রাপ্ত) ওবায়দুর রহমান চন্দন, জাসাসের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জাহিদুল আলম হিটু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, মাসুদ রানা প্রধান ও আব্দুল ওয়াহাব; জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফজলুর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক শাহনেওয়াজ কবির শুভ্র, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু রাইহান উজ্জল, সদস্যসচিব মোক্তাদুল হক আদানান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, সদস্যসচিব শামস মতিন, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান প্রমুখ। 

নিউমার্কেটের ঘটনা প্রসঙ্গে রিজভী বলেন, ‘গত কয়েক দিন আগে, নিউমার্কেটের ঘটনায়-নাহিদ হোসেন নামের কুরিয়ার সার্ভিসের একজন কর্মচারীকে পিটিয়ে হত্যা করা হলো। পত্রিকায় কিছু ছবিও দেখলাম। দেখা গেল হেলমেট পরা কিছু লোক। এঁরা কারা? তিন দিন পর এঁদের পরিচয় জানা গেল। তাঁরা ছাত্রলীগ এবং যুবলীগের কর্মী।’ 

রিজভী আরও বলেন, ‘যারা বিরোধী দল। যারা সরকারের সমালোচনা করেন। তাঁদের গুমের শিকার হতে হয়। ক্রস ফায়ারের শিকার হতে হয়।’ 

বৃহস্পতিবার জয়পুরহাট জেলা বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত