Ajker Patrika

রাজশাহীতে শিশু ধর্ষণের অভিযোগে দরজি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ৩১ মে ২০২৩, ১৯: ৫৫
রাজশাহীতে শিশু ধর্ষণের অভিযোগে দরজি গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে তৃতীয় শ্রেণি পড়ুয়া এক শিশুকে (১১) ধর্ষণের অভিযোগে হেলাল উদ্দিন (৩২) নামের এক দরজিকে গ্রেপ্তার করা হয়েছে। নগরীর চন্দ্রিমা থানার ভদ্রা জামালপুর মহল্লার বাসিন্দা তিনি। গতকাল মঙ্গলবার রাতে তাঁকে গ্রেপ্তার করেছে চন্দ্রিমা থানা-পুলিশ। আজ বুধবার বিকেলে রাজশাহী নগর পুলিশের (আরএমপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, আসামি হেলালের টেইলার্সের দোকান আছে। ২৯ মে শিশুটি হেলালের টেইলার্সের সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় হেলাল ওই শিশুকে ফুসলিয়ে টেইলার্সের ভেতরে নিয়ে ধর্ষণ করেন। মেয়েটি চিৎকার করলে তাকে সান্ত্বনা দিয়ে বাড়ি পাঠিয়ে দেন এবং বিষয়টি গোপন রাখতে বলেন। কিন্তু শারীরিক অবস্থা খারাপ দেখে বিষয়টি মা জানতে পারেন। জিজ্ঞাসাবাদে ওই শিশু তখন ধর্ষণের ঘটনাটি জানায়।

এ নিয়ে শিশুটির বাবা চন্দ্রিমা থানায় মামলা করেছেন। ওই মামলায় আসামিকে গ্রেপ্তারের পর আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শিশুটি এখন হাসপাতালে ভর্তি আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

‘গ্রেপ্তার জাসদ নেতাকে থানায় সমাদর’, ওসিসহ তিন কর্মকর্তা প্রত্যাহার

এবার কাকে বিয়ে করলেন দুবাইয়ের রাজকন্যা শেখা মাহরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত