Ajker Patrika

৫২ কেজি বোয়াল-কাতলা বিক্রি হলো ৪২ হাজার টাকায়

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 
আপডেট : ১৫ জুন ২০২২, ১৯: ৫৪
৫২ কেজি বোয়াল-কাতলা বিক্রি হলো ৪২ হাজার টাকায়

রাজশাহীর বাঘায় ৫২ কেজি ওজনের চারটি মাছ ৪১ হাজার ৬০০ টাকায় টাকায় বিক্রি করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার আড়ানী পৌর বাজারের গুড় বাজারে মাছগুলো বিক্রি করা হয়।

জানা যায়, আবদুল মান্নান নামের এক মাছ ব্যবসায়ী চারটি মাছ ৩৫ হাজার টাকায় গাইবান্ধা জেলার ব্রহ্মপুত্র নদের ফুলছড়ি ঘাট থেকে কিনে নেন। এরপর আজ সকাল সাড়ে ১০টায় আড়ানী পৌর বাজারে নিয়ে আসেন। এ সময় মাছগুলো দেখার জন্য ভিড় করে মানুষ। স্থানীয়রা ৮০০ টাকা দরে ক্রয় করেন। চারটি মাছের মধ্যে দুটি বোয়াল ও দুটি কাতলা মাছ ছিল। এর মধ্যে বোয়াল দুটির ওজন ২২ কেজি ও কাতলা দুটির ওজন ৩০ কেজি।

এ বিষয়ে মাছ ব্যবসায়ী আবদুল মান্নান বলেন, ‘আমি দীর্ঘদিন থেকে মাছের ব্যবসা করি। আমার বাবাও মাছের ব্যবসা করতেন। ফুলবাড়ী এলাকায় ব্রহ্মপুত্র নদের বড় মাছ পেলেই রাজশাহী অঞ্চলে নিয়ে বিক্রি করি। এ মাছ চারটি বিক্রি করতে তেমন বেগ পেতে হয়নি। কমবেশি যাই হোক এ অঞ্চলের মানুষ বড় মাছ পেলেই ক্রয় করেন।’

আড়ানী পৌর বাজার এলাকার আজাম্মেল হক বলেন, ‘প্রতি কেজি ৮০০ টাকা দরে আমরা কয়েকজন মিলে মাছ ক্রয় করে ভাগ করে নিয়েছি। মাছগুলো দেখে নদীর মাছ মনে হওয়ায় ক্রয় করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত