Ajker Patrika

বগুড়ার নন্দীগ্রামে ১৫০ বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা 

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে ১৫০ বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা 

বগুড়ার নন্দীগ্রামে বিএনপির ২০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করে মামলা করেছেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শুভ আহম্মেদ। ছাত্রলীগ নেতা-কর্মীদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপের অভিযোগে গতকাল রোববার রাতে নন্দীগ্রাম থানায় এ মামলা করেন। এই মামলা করার কারণে আজ সোমবার সকাল ১০টার দিকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শুভ আহম্মেদ।

গতকাল রোববার বিকেল সাড়ে ৪টার দিকে ককটেল বিস্ফোরণ ঘটনায় পুলিশ বিএনপি অফিস থেকে যুবদল নেতা মনছুর রহমান ও স্বেচ্ছাসেবক দল নেতা আতিকুল ইসলামকে আটক করে।

এ বিষয়ে নন্দীগ্রাম উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শুভ আহম্মেদ বলেন, ‘কয়েক দিন আগে শেরপুর উপজেলায় ছাত্রলীগ নেতাদের ওপর হামলার প্রতিবাদে রোববার বিকেলে আমাদের বিক্ষোভ মিছিলের কর্মসূচি ছিল। এ জন্য ছাত্রলীগের নেতা-কর্মীরা বাসস্ট্যান্ড এলাকায় জমায়েত হচ্ছিল। আমাদের কয়েকজন নেতা নন্দীগ্রাম ফিলিং স্টেশনের সামনে বসে চা পান করছিলেন। পাশের বিএনপি অফিসে তাঁদের নেতা-কর্মীরা ছিলেন। কিছুক্ষণ পর ওই অফিস থেকে বের হয়ে ছাত্রলীগ নেতাদের লক্ষ্য করে পরপর ২টি ককটেল নিক্ষেপ করে কয়েক জন বিএনপি কর্মী। এর মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে কেউ আহত হননি। ককটেল নিক্ষেপের ঘটনার পর ছাত্রলীগের নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে গেলে বিক্ষোভ মিছিল আর হয়নি। এ ঘটনায় রোববার রাতে আমি মামলা করার পর আজ সোমবার সকাল ১০টার দিকে আমাকে ফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে।’ 

তবে এ সব অভিযোগ অস্বীকার করে নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, ‘আমাদের নেতা-কর্মীদের ফাঁসাতেই মিথ্যা ও বানোয়াট অভিযোগ করা হয়েছে। আমরা জানিই না কোথায় কী ঘটেছিল। গতকাল বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনের কর্মসূচি চলছিল দলীয় কার্যালয়ে। কেউ কিছু বুঝে ওঠার আগেই পুলিশ এসে দলীয় কার্যালয় থেকে দুজনকে আটক করে নিয়ে যায়। আসলে আমাদের কর্মসূচি ভন্ডুল করতে ছাত্রলীগের কর্মীরাই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। আর এখন মিথ্যা মামলা দেওয়া হচ্ছে আমাদের বিরুদ্ধে।’ 

এ নিয়ে জানতে চাইলে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘ককটেল নিক্ষেপের ঘটনায় থানায় ২০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ১৫০ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আটক দুজনকে আজ আদালতে হাজির করা হয়। এ ছাড়া ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত ১টি ককটেল জব্দ করা হয়েছে।’ 

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের প্রাণনাশের হুমকি ব্যাপারে জানতে চাইলে ওসি আনোয়ার হোসেন আরও বলেন, ‘থানায় অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

পিরোজপুরে ২০ কোটি টাকা নিয়ে উধাও সমিতির পরিচালক, সদস্যদের বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত