বগুড়া প্রতিনিধি
বগুড়ার ধুনট উপজেলায় স্কুলছাত্রীকে যৌন হয়রানি করে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই কিশোরকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যায় তাদেরকে ধুনট থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে গতকাল সোমবার (২১ নভেম্বর) রাত দেড়টার দিকে সিরাজগঞ্জ ও বগুড়ায় পৃথক দুই অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুই কিশোরের বয়স ১৬ ও ১৩ বছর। ১৬ বছর বয়সী কিশোরকে সিরাজগঞ্জের কাজিপুর ও ১৩ বছর বয়সী কিশোরকে বগুড়ার গাবতলীর বতুয়ারকান্দী থেকে গ্রেপ্তার করা হয়। তাদের দুজনের বাড়িই বগুড়ার ধুনট উপজেলায়।
বগুড়া র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার (স্কোয়াড্রন লিডার) তৌহিদুল মোবিন খান এসব তথ্য নিশ্চিত করেন।
খোঁজ নিয়ে জানা যায়, গত ৮ নভেম্বর বগুড়ার ধুনট উপজেলায় সপ্তম শ্রেণির এক ছাত্রী যৌন হয়রানির শিকার হয়। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় গ্রেপ্তারকৃত দুই কিশোর। ভিডিওটি ভাইরাল হলে ১৫ নভেম্বর ছাত্রীর বাবা ধুনট থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তভার পান উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন। একই দিনে র্যাব ক্যাম্পে এসে এ বিষয়ে অভিযোগ দেন মামলার বাদী। এরপর অভিযুক্তদের ধরতে যৌথ তৎপরতা শুরু করে পুলিশ ও র্যাব। পরে গতকাল তাদের বগুড়া এবং সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব।
র্যাব কর্মকর্তা তৌহিদুল মোবিন খান বলেন, ‘স্কুলছাত্রীকে যৌন হয়রানি করে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় দুই কিশোর। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে ওই ছাত্রীর বাবার অভিযোগের প্রেক্ষিতে দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভিডিও ছড়িয়ে দেওয়ার কথা স্বীকার করেছে। তাদেরকে তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।’
ধুনট থানার সেকেন্ড অফিসার ইন্সপেক্টর (পরিদর্শক) আসাদুজ্জামান বলেন, ‘দুই কিশোর এখন থানায় আছে। কাল তাদের আদালতে পাঠানো হবে।’
বগুড়ার ধুনট উপজেলায় স্কুলছাত্রীকে যৌন হয়রানি করে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই কিশোরকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যায় তাদেরকে ধুনট থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে গতকাল সোমবার (২১ নভেম্বর) রাত দেড়টার দিকে সিরাজগঞ্জ ও বগুড়ায় পৃথক দুই অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুই কিশোরের বয়স ১৬ ও ১৩ বছর। ১৬ বছর বয়সী কিশোরকে সিরাজগঞ্জের কাজিপুর ও ১৩ বছর বয়সী কিশোরকে বগুড়ার গাবতলীর বতুয়ারকান্দী থেকে গ্রেপ্তার করা হয়। তাদের দুজনের বাড়িই বগুড়ার ধুনট উপজেলায়।
বগুড়া র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার (স্কোয়াড্রন লিডার) তৌহিদুল মোবিন খান এসব তথ্য নিশ্চিত করেন।
খোঁজ নিয়ে জানা যায়, গত ৮ নভেম্বর বগুড়ার ধুনট উপজেলায় সপ্তম শ্রেণির এক ছাত্রী যৌন হয়রানির শিকার হয়। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় গ্রেপ্তারকৃত দুই কিশোর। ভিডিওটি ভাইরাল হলে ১৫ নভেম্বর ছাত্রীর বাবা ধুনট থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তভার পান উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন। একই দিনে র্যাব ক্যাম্পে এসে এ বিষয়ে অভিযোগ দেন মামলার বাদী। এরপর অভিযুক্তদের ধরতে যৌথ তৎপরতা শুরু করে পুলিশ ও র্যাব। পরে গতকাল তাদের বগুড়া এবং সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব।
র্যাব কর্মকর্তা তৌহিদুল মোবিন খান বলেন, ‘স্কুলছাত্রীকে যৌন হয়রানি করে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় দুই কিশোর। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে ওই ছাত্রীর বাবার অভিযোগের প্রেক্ষিতে দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভিডিও ছড়িয়ে দেওয়ার কথা স্বীকার করেছে। তাদেরকে তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।’
ধুনট থানার সেকেন্ড অফিসার ইন্সপেক্টর (পরিদর্শক) আসাদুজ্জামান বলেন, ‘দুই কিশোর এখন থানায় আছে। কাল তাদের আদালতে পাঠানো হবে।’
চাঁদপুরের কচুয়ায় মাদ্রাসা থেকে নিখোঁজ ছেলেকে খুঁজতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় অভিযুক্ত মো. সুমন (৩১) ও মো. মহসিন (২৮) নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার (২ মে) দুপুরে তাঁদের চাঁদপুর আদালতে সোপর্দ করে কচুয়া থানা-পুলিশ। সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্...
৪২ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে উপজেলা শ্রমিক দলের নেতা ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে। হামলায় আহত তিন শিক্ষক পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান।
১ ঘণ্টা আগেমিয়ানমারের রাখাইনে পাচারকালে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ৬০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারে জড়িত ১০ ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কক্সবাজারের সেন্ট মার্টিনের ছেঁড়া দ্বীপের দক্ষিণ বঙ্গোপসাগরে এই অভিযান চালানো হয়। আজ শুক্রবার বিকেলে কোস্ট গা..
১ ঘণ্টা আগেময়মনসিংহে উচ্ছেদ অভিযানে সাহিত্য সংসদের মুক্তমঞ্চ ভেঙে ফেলার প্রতিবাদে আন্দোলনে নেমেছেন কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা। গুঁড়িয়ে দেওয়া মঞ্চেও হলো সাপ্তাহিক আয়োজন বীক্ষণের ২১৪৭তম আসর। আয়োজনের শিরোনাম ছিল ‘ফুটেছে দুঃখের ফুল’।
২ ঘণ্টা আগে