Ajker Patrika

বগুড়ার শেরপুরের সাংবাদিকদের ‘স্বার্থান্বেষী’ বলায় ইউএনওকে অপসারণের দাবিতে মানববন্ধন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ২১: ০৫
বগুড়ার শেরপুরের সাংবাদিকদের ‘স্বার্থান্বেষী’ বলায় ইউএনওকে অপসারণের দাবিতে মানববন্ধন

বগুড়ার শেরপুরের সকল সাংবাদিককে ‘স্বার্থান্বেষী’ আখ্যা দেওয়ায় উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানাকে অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদসভা করেছে স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

আজ সোমবার শেরপুর বাসস্ট্যান্ডে ঢাকা-বগুড়া মহাসড়কে সম্মিলিত সাংবাদিক জোটের আয়োজনের ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। 

মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত বক্তারা বলেন, গণমাধ্যমকর্মীরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সামাজিক ও পেশাগত দায়িত্ব পালন করেন। সেখানে ভালো মন্দ থাকতে পারে। কিন্তু ইউএনও সকল সাংবাদিককে স্বার্থান্বেষী আখ্যা দিতে পারেন না। 

বক্তারা আগামী ৭ দিনের মধ্যে ইউএনওর অপসারণ দাবি করেন ও তাঁর উপস্থিতিতে সকল ধরনের কর্মসূচির সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার ঘোষণা দেন। 

অনতিবিলম্বে ওই উপজেলা নির্বাহী অফিসারকে অপসারণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান গণমাধ্যমকর্মীরা। অন্যথায় আরও বিভিন্ন কর্মসূচির দেওয়া হবে মর্মে ঘোষণা দেয় শেরপুর সম্মিলিত সাংবাদিক জোটের নেতৃবৃন্দ। 

শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক মানবজমিনের প্রতিনিধি শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাপ্তাহিক তথ্যমালার সম্পাদক সুজিত বসাক, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, শেরপুর প্রেসক্লাবের সহসভাপতি ও প্রথম আলোর প্রতিনিধি সবুজ চৌধুরী, উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক রবিন সরকার, শেরপুর মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুল হান্নান রোকন, যুগান্তর প্রতিনিধি জাহাঙ্গীর ইসলাম, বাংলা দর্পণ প্রতিনিধি সাকিল মাহমুদ, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি নাহিদ হাসান রবিন, জবাবদিহি প্রতিনিধি আরিফুজ্জামান হীরা, আজকের পত্রিকার প্রতিনিধি রঞ্জন কুমার দে, আনন্দ টিভির জেলা প্রতিনিধি বাধন কর্মকার কৃষ্ণ, দৈনিক চাঁদনী বাজার প্রতিনিধি শুভ কুন্ড, বাংলাদেশ সমাচার প্রতিনিধি সোনাতন সরকার, সাংবাদিক আসাদুজ্জামান আশা, সোলায়মান আলী বাবু প্রমুখ। 

এছাড়াও সাংবাদিক সৌরভ অধিকারী শুভ’র সঞ্চালনায় উক্ত মানববন্ধন ও প্রতিবাদসভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিদ্যুতের চাহিদাপূরনের লক্ষ্যে বড় পুকুড়িয়া-বগুড়া-কালিয়াকৈর ৪০০ কেভি লাইন প্রকল্পের আওতায় সরকার ভারত, নেপাল ও ভুটান থেকে বিদ্যুৎ আমদানির জন্য ২৪৩.৫৩ কিলোমিটার ৪০০ কেভি ডাবল সার্কিট উচ্চ ভোল্টেজের সঞ্চালন লাইন নির্মাণ উদ্যোগ নিয়েছে। তারই অংশ হিসেবে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি) উপজেলার উচরং গ্রামে আবাদি জমির ওপর বিদ্যুৎ সঞ্চালন লাইনের টাওয়ার নির্মাণের কাজ শুরু করেছে। বিদ্যুৎ আইন ২০১৮ অনুযায়ী ক্ষতিগ্রস্ত জমির মালিকেরা ফসল ও ভূমির ক্ষতিপূরণের জন্য ইউএনওর কাছে আবেদন করেন। ঘটনাটি তদন্তের জন্য ইউএনও সানজিদা সুলতানা ৯ ডিসেম্বর বিকেলে ঘটনাস্থলে যান। সেখানে তিনি বলেন আইনটি নতুন হওয়ার কৃষকেরা জমির ক্ষতি পূরণ পাবেন না। উপস্থিত জনসাধারণ ও সাংবাদিকেরা তাঁর বক্তব্য লিখিত আকারে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, শেরপুরের সকল সাংবাদিক শুধু নিজের স্বার্থে কাজ করেন, জনগণের স্বার্থে নয়। তাঁর মন্তব্যে প্রতিবাদে শেরপুরের সাংবাদিকদের বিভিন্ন সংগঠন সম্মিলিত ভাবে ‘সম্মিলিত সাংবাদিক জোট’ এর ব্যানারে এই কর্মসূচি পালন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত