Ajker Patrika

মিষ্টিকুমড়ার ভেতর ৩০০ গ্রাম হেরোইনসহ কারবারি গ্রেপ্তার

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 
আপডেট : ১৩ জুন ২০২২, ১৮: ৩৭
মিষ্টিকুমড়ার ভেতর ৩০০ গ্রাম হেরোইনসহ কারবারি গ্রেপ্তার

রাজশাহীর বাঘায় পাচারের উদ্দেশ্যে নেওয়া মিষ্টিকুমড়ার ভেতর ৩০০ গ্রাম হেরোইনসহ মাসুদ মণ্ডল (২০) নামের এক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। আজ রোববার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মীরগঞ্জ মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

মাসুদ মণ্ডল উপজেলার বামনডাঙা গ্রামের মাতু থান্দারের ছেলে। 

 র‍্যাব বলছে, রাজশাহী-বাঘাগামী ঢাকা মেট্রো-ব-১১-১৭৪৩ নম্বরের রাজা বাদশা নামের একটি যাত্রীবাহী বাসে মাসুদ মণ্ডল দুটি মিষ্টিকুমড়ার মধ্যে করে ৩০০ গ্রাম হেরোইন নিয়ে যাচ্ছিলেন। বাসটি মীরগঞ্জ মোড় এলাকায় পৌঁছালে পথরোধ করে র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল।

এ সময় বাস তল্লাশি শুরু করা হলে বাসের জানালা দিয়ে মাসুদ মণ্ডল পালানোর চেষ্টা করেন। এ সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছে থাকা দুটি মিষ্টিকুমড়ার ভেতর থেকে ৩০০ গ্রাম হেরোইন, একটি মোবাইল ফোন, দুটি সিমকার্ড, একটি মেমোরি কার্ড জব্দ করা হয়েছে। 

এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, র‍্যাব বাদী হয়ে মাসুদ মণ্ডলের নামে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত