Ajker Patrika

গোপন বৈঠক থেকে শিবিরের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ১৪ মে ২০২২, ১৫: ৪৭
গোপন বৈঠক থেকে শিবিরের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রাজশাহীতে গোপন বৈঠক থেকে ইসলামী ছাত্রশিবিরের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কর্ণহার থানার শিষাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) ও কর্ণহার থানার পুলিশ বিশেষ এই যৌথ অভিযান চালায়। 

গ্রেপ্তারকৃতরা হলেন—রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি উসামা রায়হান (২৭), সাংগঠনিক সম্পাদক সিফাত আলম (২৬), পরিবেশবিষয়ক সম্পাদক শফিউল আলম (২৭), সহকারী প্রকাশনা সম্পাদক মো. সালাউদ্দিন (২৫), শিবিরের কর্মী মিকদাদ হোসেন ওরফে তোহা (২৬) এবং আবদুর রহমান (২২)। 

রাজশাহী নগর ডিবি পুলিশের উপকমিশনার আরেফিন জুয়েল জানান, ‘রাজশাহী মহানগর এলাকায় নাশকতার পরিকল্পনা করতে শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠকে বসেছিলেন। তখন অভিযান চালানো হলে ৩০-৩৫ জন পালিয়ে যান। অন্য ছয়জন পুলিশের হাতে ধরা পড়েন। এদের কাছ থেকে বিভিন্ন জিহাদি বই, মিছিলের ব্যানার ও চারটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে এ ব্যাপারে কর্ণহার থানায় একটি মামলা করা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত