Ajker Patrika

সিসিটিভি আইনে ম্যান্ডেটরি না, এটা ব্যয়বহুল

বগুড়া প্রতিনিধি
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ১৮: ৫৫
সিসিটিভি আইনে ম্যান্ডেটরি না, এটা ব্যয়বহুল

‘সিসিটিভি আইনে ম্যান্ডেটরি না। এটা খুব ব্যয়বহুল, বাজেট স্বল্পতার কারণে ছয়টি আসনের উপনির্বাচনে সিসিটিভি ব্যবহার করা হবে না। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে ভোট নিয়ে অনেক ধরনের কথা শুনে আসছি। সিসিটিভি দিয়ে সব ইলেকশন করব, করতেই হবে-সেটা না। সাধারণ যে আইন, যে প্রসিডিউর সেটার মধ্যে আমাদের আসতে হবে।'

এমন মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলাতানা। 

আজ মঙ্গলবার দুপুরে বগুড়ার দুটি আসনে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। 

দায়িত্বপ্রাপ্ত প্রত্যেক কর্মকর্তাকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশের সব ইলেকশন সিসিটিভি দিয়ে করা দুরূহ ব্যাপার। বগুড়ার শূন্য দুই আসনের উপনির্বাচনে কোনো অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যদি আপনারা কোনো অবৈধ কর্মকাণ্ডে জড়িত হওয়ার চেষ্টা করেন, তাহলে তার দায়ভার আপনাদেরকেই নিতে হবে।’ 

নির্বাচন কমিশনার রাশেদা সুলাতানা বলেন, ‘আগামী সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় ইসি।’

জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম। এর আগে সকালে জেলা পরিষদ মিলনায়তনে দুটি আসনে উপনির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা এবং পরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে তিনি মতবিনিময় করেন। 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত