ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া)
গ্রামের ভেতর দিয়ে চলে গেছে আঁকাবাঁকা পিচঢালা সরু পথ। পথের দুই ধারে, কাছে-দূরে সবুজে ঘেরা সারি সারি বাড়ি। আর প্রায় প্রতিটা বাড়ির আঙিনায়ই রয়েছে লেবুর বাগান। বাগানজুড়ে সবুজের প্লাবন। নিবিড় সবুজ পাতার ভেতর থেকে উঁকি দিচ্ছে সিডলেছ, কাগজি, এলাচি, কলম্বো ও দেশি জাতের লেবু। দেখলে চোখ জুড়িয়ে যায়, গন্ধে জুড়ায় প্রাণও।
লেবুতে বদলাবে দিন, ফিরবে সংসারের সচ্ছলতা। এই আশায় একজনের দেখাদেখি বাগান করেছেন আরও একজন। এভাবে বেড়েছে চাষ, বেড়েছে চাষি। একসময় এসব বাড়ির আঙিনায় চাষ হতো লাউ-কুমড়ো। সেসব স্থানে এখন বইছে লেবুর সুবাস। এভাবেই প্রায় ৪শ কৃষক পরিবারে ফিরেছে সচ্ছলতা। গ্রামটির নাম শিমুলকান্দি।
বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের এই গ্রাম এখন পরিচিতি পেয়েছে ‘লেবুর গ্রাম’ হিসেবে। অনেকে আবার একে ‘ভিটামিন সি’র গ্রাম বলে ডাকেন। এই গ্রামে অন্তত দুই শতাধিক পরিবারের একাধিক লেবুর বাগান রয়েছে। দেখলে মনে হয়, এটি কোনো গ্রাম নয়, বিস্তীর্ণ এক লেবু বাগান। গ্রামটির বাতাসে ভেসে বেড়ায় লেবু ফুলের সুবাস।
গ্রামের প্রায় ৪শ কৃষক পরিবারই নিজেদের বাড়ির আঙিনায় লাগিয়েছেন লেবুর গাছ। কৃষক ও কৃষাণীরা সারা বছরই বাগানে মাটি তোলা, চারা তৈরি, সার দেওয়া, লেবু তুলে বাজারে বিক্রি করার কাজ নিয়ে ব্যস্ত থাকেন। লেবু বিক্রির পাশাপাশি রয়েছে লেবুর চারার চাহিদাও।
লেবুচাষি বাসার আল আসাদ বলেন, গ্রামজুড়ে সব ধরনের লেবুর চাষই হয়। জমি তৈরি করে লেবুর চারা লাগানোর পর গাছ বড় হলে উঁচু করে মাচা তৈরি করতে হয়। একবার চারা রোপণে ফলন দেয় ১০ থেকে ১২ বছর। রোগ বালাইয়ের প্রকোপ কম থাকায় বাড়তি খরচ নেই।
আরেক লেবুচাষি জুয়েল রানা বলেন, বছরজুড়ে চাহিদা থাকায় লাভবান হচ্ছেন তারা। এক বিঘার একটি লেবুর বাগান থেকে বছরে গড়ে প্রায় ১ লাখ লেবু পাওয়া যায়। বাজারের দাম অনুযায়ী ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা পর্যন্ত বিক্রি করা যায়। অনেকে লেবু চাষের আয় দিয়ে ফিরিয়ে এনেছেন সংসারের সচ্ছলতা।
লেবুচাষি রেজাউল ইসলাম বলেন, তাঁদের চাষ করা লেবুর গন্ধটা ভালো, স্বাদটাও। এখানকার উৎপাদিত লেবু স্থানীয় চাহিদা মিটিয়ে বিক্রি হয় দেশের অন্যান্য এলাকায়। এ ছাড়া বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে লেবুর চারা কিনে নিয়ে যাচ্ছেন। বেশ কয়েকজন কৃষক চারা তৈরি করেও বাড়তি আয় করছেন।
শিমুলকান্দি গ্রামের ইউপি সদস্য ইয়াকুব আলী জানান, তিনি নিজেও লেবুর চাষ করেন। তাঁর দুইটা বাগান রয়েছে। এ গ্রামে প্রায় ৩০০ হেক্টর জমিতে ছোট-বড় মিলে কমপক্ষে ২৫০টি লেবুর বাগান আছে। এ ছাড়া সব বাড়িতেই লেবু গাছ আছে। এই গ্রামের বেশির ভাগ মানুষই লেবু চাষের আয় দিয়ে জীবিকা নির্বাহ করেন।
ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, করোনার কারণে বাজারে লেবুর চাহিদা অনেক বেড়ে গেছে। এই গ্রামের মানুষ লেবু চাষ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। এখানকার লেবুর কদর রয়েছে সারা দেশে। লেবুচাষিরা চাইলে কৃষি বিভাগ থেকে তাঁদের সব ধরনের সহায়তা দেওয়া হবে।
গ্রামের ভেতর দিয়ে চলে গেছে আঁকাবাঁকা পিচঢালা সরু পথ। পথের দুই ধারে, কাছে-দূরে সবুজে ঘেরা সারি সারি বাড়ি। আর প্রায় প্রতিটা বাড়ির আঙিনায়ই রয়েছে লেবুর বাগান। বাগানজুড়ে সবুজের প্লাবন। নিবিড় সবুজ পাতার ভেতর থেকে উঁকি দিচ্ছে সিডলেছ, কাগজি, এলাচি, কলম্বো ও দেশি জাতের লেবু। দেখলে চোখ জুড়িয়ে যায়, গন্ধে জুড়ায় প্রাণও।
লেবুতে বদলাবে দিন, ফিরবে সংসারের সচ্ছলতা। এই আশায় একজনের দেখাদেখি বাগান করেছেন আরও একজন। এভাবে বেড়েছে চাষ, বেড়েছে চাষি। একসময় এসব বাড়ির আঙিনায় চাষ হতো লাউ-কুমড়ো। সেসব স্থানে এখন বইছে লেবুর সুবাস। এভাবেই প্রায় ৪শ কৃষক পরিবারে ফিরেছে সচ্ছলতা। গ্রামটির নাম শিমুলকান্দি।
বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের এই গ্রাম এখন পরিচিতি পেয়েছে ‘লেবুর গ্রাম’ হিসেবে। অনেকে আবার একে ‘ভিটামিন সি’র গ্রাম বলে ডাকেন। এই গ্রামে অন্তত দুই শতাধিক পরিবারের একাধিক লেবুর বাগান রয়েছে। দেখলে মনে হয়, এটি কোনো গ্রাম নয়, বিস্তীর্ণ এক লেবু বাগান। গ্রামটির বাতাসে ভেসে বেড়ায় লেবু ফুলের সুবাস।
গ্রামের প্রায় ৪শ কৃষক পরিবারই নিজেদের বাড়ির আঙিনায় লাগিয়েছেন লেবুর গাছ। কৃষক ও কৃষাণীরা সারা বছরই বাগানে মাটি তোলা, চারা তৈরি, সার দেওয়া, লেবু তুলে বাজারে বিক্রি করার কাজ নিয়ে ব্যস্ত থাকেন। লেবু বিক্রির পাশাপাশি রয়েছে লেবুর চারার চাহিদাও।
লেবুচাষি বাসার আল আসাদ বলেন, গ্রামজুড়ে সব ধরনের লেবুর চাষই হয়। জমি তৈরি করে লেবুর চারা লাগানোর পর গাছ বড় হলে উঁচু করে মাচা তৈরি করতে হয়। একবার চারা রোপণে ফলন দেয় ১০ থেকে ১২ বছর। রোগ বালাইয়ের প্রকোপ কম থাকায় বাড়তি খরচ নেই।
আরেক লেবুচাষি জুয়েল রানা বলেন, বছরজুড়ে চাহিদা থাকায় লাভবান হচ্ছেন তারা। এক বিঘার একটি লেবুর বাগান থেকে বছরে গড়ে প্রায় ১ লাখ লেবু পাওয়া যায়। বাজারের দাম অনুযায়ী ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা পর্যন্ত বিক্রি করা যায়। অনেকে লেবু চাষের আয় দিয়ে ফিরিয়ে এনেছেন সংসারের সচ্ছলতা।
লেবুচাষি রেজাউল ইসলাম বলেন, তাঁদের চাষ করা লেবুর গন্ধটা ভালো, স্বাদটাও। এখানকার উৎপাদিত লেবু স্থানীয় চাহিদা মিটিয়ে বিক্রি হয় দেশের অন্যান্য এলাকায়। এ ছাড়া বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে লেবুর চারা কিনে নিয়ে যাচ্ছেন। বেশ কয়েকজন কৃষক চারা তৈরি করেও বাড়তি আয় করছেন।
শিমুলকান্দি গ্রামের ইউপি সদস্য ইয়াকুব আলী জানান, তিনি নিজেও লেবুর চাষ করেন। তাঁর দুইটা বাগান রয়েছে। এ গ্রামে প্রায় ৩০০ হেক্টর জমিতে ছোট-বড় মিলে কমপক্ষে ২৫০টি লেবুর বাগান আছে। এ ছাড়া সব বাড়িতেই লেবু গাছ আছে। এই গ্রামের বেশির ভাগ মানুষই লেবু চাষের আয় দিয়ে জীবিকা নির্বাহ করেন।
ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, করোনার কারণে বাজারে লেবুর চাহিদা অনেক বেড়ে গেছে। এই গ্রামের মানুষ লেবু চাষ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। এখানকার লেবুর কদর রয়েছে সারা দেশে। লেবুচাষিরা চাইলে কৃষি বিভাগ থেকে তাঁদের সব ধরনের সহায়তা দেওয়া হবে।
নাটোর-বগুড়া মহাসড়কে সিংড়ার শেরকোল এলাকায় ধানের ট্রাক থেকে চাঁদাবাজির সময় বিএনপি নেতাসহ তিনজনকে আটক করেছেন সেনাবাহিনী সদস্যরা। আটককৃতরা হলেন শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পলাশ আহমেদ ও জয়নাল আবেদীনের অনুসারী মিলন হোসেন। আটকের পর তাদেরকে...
৬ মিনিট আগেনোয়াখালী জেলা শহর মাইজদীর হাউজিং এলাকা থেকে মিরাজ হোসেন শান্ত নামে এক যুবলীগ নেতাকে অবরুদ্ধ করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। মঙ্গলবার রাত ১১টার দিকে হাউজিং সরকারি আবাসিক এলাকার সামনে থেকে তাকে আটক করা হয়।
১৮ মিনিট আগেনীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৭ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৭ ঘণ্টা আগে