নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি রফিকুল ইসলামের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এ সময় তিনি অক্ষত থাকলেও হামলাকারীরা তাঁর প্রাইভেটকারটি ভাঙচুর করে। আজ শুক্রবার বিকেলে জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় এ ঘটনা ঘটে।
হামলার প্রতিবাদে আরইউজের পক্ষ থেকে কাল শনিবার বেলা ১১টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে।
সাংবাদিক নেতা রফিকুল ইসলাম বলেন, আজ (শুক্রবার) বিকেলে তিনি রাজশাহী-ঢাকা মহাসড়ক দিয়ে শহরের দিকে আসছিলেন। পথে পুঠিয়ার বানেশ্বর এলাকায় পৌঁছালে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুমনউজ্জামান সুমনের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন যুবক তার প্রাইভেটকারটি ঘিরে ধরে। পরে কিছু বুঝে ওঠার আগেই তারা চাইনিজ কুড়াল, রামদা ও লোহার পাইপ দিয়ে গাড়ি ভাঙচুর শুরু করে।
তিনি আরও বলেন, ‘হামলাটি খুবই উদ্দেশ্যপ্রণোদিত মনে হয়েছে। কারণ, এই হামলায় নেতৃত্ব দেওয়া সুমনউজ্জামান সুমনের নারী কেলেঙ্কারির ব্যাপারে আমি একটি সংবাদ প্রকাশ করেছি। গাড়ি ভাঙচুরের সময় প্রচণ্ড আতঙ্কিত অবস্থায় আমি ভেতরেই বসে ছিলাম। গাড়ি থেকে বের হলে তারা আমাকে প্রাণে মেরে ফেলত। এ ব্যাপারে আমি আইনের আশ্রয় নেব।’
এদিকে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে রাজশাহীর সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) নেতৃবৃন্দ। সংগঠনের সাধারণ সম্পাদক তানজিমুল হক বলেন, ‘রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতির ওপর হামলা মানে সব সাংবাদিকের ওপর হামলা। আমরা এই ন্যক্কারজনক হামলার বিচার চাই। পুলিশ দ্রুততম সময়ের মধ্যে হামলায় জড়িতদের গ্রেপ্তার করবে বলে আশা রাখি। তা না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।’
এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন আজকের পত্রিকাকে জানান, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতির ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের বিষয়টি তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশও পাঠিয়ে ছিলেন। এ ব্যাপারে সাংবাদিক রফিকুল ইসলামকে থানায় অভিযোগ দিতে বলেছেন। অভিযোগ দিলে তিনি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি রফিকুল ইসলামের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এ সময় তিনি অক্ষত থাকলেও হামলাকারীরা তাঁর প্রাইভেটকারটি ভাঙচুর করে। আজ শুক্রবার বিকেলে জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় এ ঘটনা ঘটে।
হামলার প্রতিবাদে আরইউজের পক্ষ থেকে কাল শনিবার বেলা ১১টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে।
সাংবাদিক নেতা রফিকুল ইসলাম বলেন, আজ (শুক্রবার) বিকেলে তিনি রাজশাহী-ঢাকা মহাসড়ক দিয়ে শহরের দিকে আসছিলেন। পথে পুঠিয়ার বানেশ্বর এলাকায় পৌঁছালে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুমনউজ্জামান সুমনের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন যুবক তার প্রাইভেটকারটি ঘিরে ধরে। পরে কিছু বুঝে ওঠার আগেই তারা চাইনিজ কুড়াল, রামদা ও লোহার পাইপ দিয়ে গাড়ি ভাঙচুর শুরু করে।
তিনি আরও বলেন, ‘হামলাটি খুবই উদ্দেশ্যপ্রণোদিত মনে হয়েছে। কারণ, এই হামলায় নেতৃত্ব দেওয়া সুমনউজ্জামান সুমনের নারী কেলেঙ্কারির ব্যাপারে আমি একটি সংবাদ প্রকাশ করেছি। গাড়ি ভাঙচুরের সময় প্রচণ্ড আতঙ্কিত অবস্থায় আমি ভেতরেই বসে ছিলাম। গাড়ি থেকে বের হলে তারা আমাকে প্রাণে মেরে ফেলত। এ ব্যাপারে আমি আইনের আশ্রয় নেব।’
এদিকে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে রাজশাহীর সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) নেতৃবৃন্দ। সংগঠনের সাধারণ সম্পাদক তানজিমুল হক বলেন, ‘রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতির ওপর হামলা মানে সব সাংবাদিকের ওপর হামলা। আমরা এই ন্যক্কারজনক হামলার বিচার চাই। পুলিশ দ্রুততম সময়ের মধ্যে হামলায় জড়িতদের গ্রেপ্তার করবে বলে আশা রাখি। তা না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।’
এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন আজকের পত্রিকাকে জানান, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতির ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের বিষয়টি তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশও পাঠিয়ে ছিলেন। এ ব্যাপারে সাংবাদিক রফিকুল ইসলামকে থানায় অভিযোগ দিতে বলেছেন। অভিযোগ দিলে তিনি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।
জানা যায়, জনদুর্ভোগ কমাতে গত ১৬ এপ্রিল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেতুর দুই পাশে দুটি সাইনবোর্ড লাগানো হয়। এতে সেতুর ওপর সব ধরনের দোকানপাট ও যানবাহন রাখা নিষেধ বলে সতর্ক করা হয়। ২০১১ সালে নির্মিত এই নতুন সেতুতে যানজট এড়াতে একসময় ট্রাফিক পুলিশ রাখা হলেও কয়েক মাস পর তাদের তুলে নেওয়া হয়।
৮ মিনিট আগে২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে পর্যন্ত রফিকুল আলমকে বিএনপির কোনো কর্মসূচিতে দেখা যায়নি। সেই সময় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নদভীর সঙ্গে তার ঘনিষ্ঠতা ও ব্যবসা ছিল। অভিযোগ আছে, গত ১৬ বছর আওয়ামী লীগের শাসনামলে তিনি ওইসব নেতাদের সঙ্গে মিলে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে
১ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুরানো জাহাজের সরঞ্জাম বিক্রির দুটি দোকান ও একটি অক্সিজেন সিলিন্ডারের দোকানসহ মোট তিনটি দোকান পুড়ে গেছে। এ ছাড়া, মার্কেটের আরও কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাদামবিবিরহাট চেয়ারম্যান
১ ঘণ্টা আগেচিঠি ছাড়াও বিদেশ অথবা দেশে আপনজনের কাছে টাকা পাঠাতে একমাত্র নির্ভরযোগ্য মাধ্যম এটি। বর্তমান বিশ্বায়নের যুগে ই-মেইল, অনলাইন আর মোবাইল ব্যাংকিংয়ের সুবাদে এই পোস্ট অফিসের গুরুত্ব এখন আর নেই বললেই চলে। তবু এখনো এই পোস্ট অফিসে জীবনবীমা, সঞ্চয়পত্রের টাকা জামানত রাখা কিংবা জরুরি কাগজপত্র পাঠাতে নির্ভরযোগ্য
১ ঘণ্টা আগে