Ajker Patrika

আক্কেলপুরে কিশোরীর আত্মহত্যার চেষ্টা, কিশোরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
আক্কেলপুরে কিশোরীর আত্মহত্যার চেষ্টা, কিশোরের বিরুদ্ধে থানায় অভিযোগ

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নের একটি গ্রামের নবম শ্রেণি পড়ুয়া (১৫) এক ছাত্রীর সঙ্গে পাশের গ্রামের কিশোরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের জেরে তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়। একপর্যায়ে ওই মেয়েটি বিয়ের করতে চাপ দিলে কিশোর অস্বীকার করে। পরে মেয়েটি বিষপানে আত্মহত্যার চেষ্টা করে।

এ ঘটনায় মেয়েটির বাবা গতকাল মঙ্গলবার রাতে বাদী হয়ে অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে ‘বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ’–এর লিখিত অভিযোগ দেন। ওই অভিযোগে কিশোরের বাবা–মাকেও জড়ানো হয়েছে। আজ বিকেল সাড়ে ৫টায় আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেন আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন হোসেন।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ৮ মাস আগে ওই কিশোরের সঙ্গে কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর তারা একাধিকবার শারীরিক সম্পর্ক করে। কিছুদিন পর কিশোরের অন্য জায়গায় বিয়ে ঠিক হয়। এ কারণে সে ছাত্রীকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। ওই ছাত্রী গত সোমবার আত্মহত্যার চেষ্টা করে।

মেয়েটির বাবা বলেন, ‘বিয়ের প্রলোভন দেখিয়ে আমার মেয়ের সর্বনাশ করেছে ছেলেটি। এখন সে আমার মেয়েকে বিয়ে করতে চায় না। এতে অভিমান করে মেয়ে আত্মহত্যার চেষ্টা করে। আমার মেয়ে বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। মেয়ের প্রতি এমন ঘটনার বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছি। পুলিশ এখনো ব্যবস্থা নেয়নি।’

অভিযুক্ত কিশোরের মা আজকের পত্রিকাকে বলেন, ‘পাশের গ্রামের মেয়েটির সঙ্গে আমার ছেলের ঘটনার বিষয়ে কোনো কিছু জানি না। ছেলে আমার টাওয়ারের কাজে বাইরে রয়েছে। এর বেশি কিছু জানি না।’

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন হোসেন বলেন, ‘এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে মেয়েটির পরিবার। ঘটনাটি যত দূর জেনেছি এটি একটি প্রেমঘটিত ঘটনা। সেখানে পুলিশ পাঠানো হয়েছে, বিষয়টি তদন্ত করে দেখার জন্য।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত