Ajker Patrika

নির্দলীয় সরকারের দাবিতে সিপিবির ৭ নেতা-কর্মীর বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ৩০ জুলাই ২০২৩, ২০: ১৯
নির্দলীয় সরকারের দাবিতে সিপিবির ৭ নেতা-কর্মীর বিক্ষোভ

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ আট দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। আজ রোববার শহরের বঙ্গবন্ধু মঞ্চের সামনে এই সমাবেশ হয়। 

এতে অংশ নেন সিপিবি জেলা শাখার সভাপতি ইসরাইল সেন্টু, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সদস্য অ্যাডভোকেট সাইদুল ইসলাম, অ্যাডভোকেট হাসিবসহ সাতজন নেতা-কর্মী। 

সমাবেশে তাঁরা বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে দেওয়া হবে না। নির্বাচনের আগে সরকারকে পদত্যাগ করে সংসদ ভেঙে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। 

এ ছাড়া নির্বাচনে পেশিশক্তির ব্যবহার, সাম্প্রদায়িক প্রচারণা, প্রশাসনের পক্ষপাতিত্ব বন্ধ করতে হবে। সারা দেশে রেশনব্যবস্থা চালু ও ন্যায্যমূল্যের দোকান চালু করতে হবে। 

সিপিবি নেতারা আরও বলেন, সারা দেশে দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার, বাজার সিন্ডিকেটের মূল হোতাদের গ্রেপ্তার ও বিচার করতে হবে। ন্যূনতম মজুরি ঘোষণা, উৎপাদক ও ক্রেতা সমবায় চালু এবং সবার জন্য ১২ মাসের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। দ্বিদলীয় বৃত্তের বাইরে বাম বিকল্প শক্তি সমাবেশ গড়ে তোলা এবং সমাজতন্ত্রের লক্ষ্যে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তনের দাবি জানান তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত