Ajker Patrika

ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ১৮: ০২
ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে

নওগাঁর সাপাহারে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন শিক্ষার্থীদের অভিভাবকেরা। 

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জবই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবিনাশ চন্দ্র সাহা তাঁর স্কুলের ছাত্রীদের (বিশেষ করে পঞ্চম শ্রেণির) গায়ে হাত দেয়, জড়িয়ে ধরে এবং বিভিন্ন সময়ে আপত্তিকর ভিডিও দেখিয়ে যৌন হয়রানিমূলক আচরণ করে থাকে। এতে মেয়েরা খুবই আতঙ্কে থাকে। এ কারণে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে আশা বন্ধ করে দিয়েছে। এ ঘটনায় অভিভাবকেরা অত্যন্ত চিন্তিত ও উদ্বিগ্ন হয়ে পড়েছেন। 

অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক অবিনাশ সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘এই অভিযোগের কোনো সত্যতা নেই। আমাকে হেনস্তা করার জন্য কয়েকজন এই অভিযোগ করেছে।’

এ বিষয়ে সহকারী শিক্ষা কর্মকর্তা অসীম সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগ পাওয়ার পর মহিলাবিষয়ক কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে যদি সত্যতা পাওয়া যায় তাহলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত