Ajker Patrika

বিগত সরকারের অনিয়ম খুঁজতে রাবির সত্যানুসন্ধান কমিটি

রাবি প্রতিনিধি 
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিগত সরকারের আমলে (২০০৯-২০২৪) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নিয়োগ ও পদোন্নতিতে দুর্নীতি-অনিয়ম এবং জুলাই অভ্যুত্থানে নির্যাতন-হয়রানির তথ্য উদ্‌ঘাটনের জন্য সত্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫৩৮তম সভায় এ সিদ্ধান্ত হয়। কমিটির সভাপতি হয়েছেন সহ-উপাচার্য মোহাম্মদ মাঈন উদ্দীন।

আজ বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০০৯ সাল থেকে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অবকাঠামো নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও অন্যান্য উন্নয়ন প্রকল্পে দুর্নীতি ও অনিয়ম, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ ও পদোন্নতিতে দুর্নীতি, অনিয়ম ও বঞ্চনা এবং বিশেষত ২০২৪ সালে জুলাই অভ্যুত্থানকালে সংঘটিত বিভিন্ন নির্যাতন ও হয়রানি সম্পর্কে তথ্য উদ্‌ঘাটনের জন্য একটি সত্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে কমিটির সভাপতি ও সহ-উপাচার্য মোহাম্মদ মাঈন উদ্দিন বলেন, ‘সত্যানুসন্ধান কমিটি ২০০৯ সাল থেকে ২৪-এর আগস্ট পর্যন্ত সব অনিয়ম ও অব্যবস্থাপনা খতিয়ে দেখবে। বিগত সরকারের আমলে যারা অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী শাস্তির সুপারিশ করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

চলন্ত বাইকে বাঁধা নারীর লাশ, পুলিশের ধাওয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত