Ajker Patrika

কার্টনের ভেতর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

প্রতিনিধি, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) 
কার্টনের ভেতর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কার্টনের ভেতরে অজ্ঞাত নবজাতক এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে উল্লাপাড়া মডেল থানা-পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে বগুড়া-নগরবাড়ী মহাসড়ক সংলগ্ন বোয়ালিয়া বাজার এলাকার আরিফ রাইচ মিলের পাশে কার্টনের ভেতর থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি উদ্ধার করে উল্লাপাড়া মডেল থানায় নিয়ে আসা হয়।

প্রত্যক্ষদর্শী বোয়ালিয়া গ্রামের আবদুল লতিফ বলেন, রাতে শিশুটি জন্ম হওয়ার পর কে বা কারা বোয়ালিয়া রুপালি ব্যাংকের পাশে একটু কার্টনে ভর্তি করে সেখানে ফেলে রেখে গেছে। বিষয়টি পুলিশ প্রশাসনকে খতিয়ে দেখা দরকার।

উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে অজ্ঞাত ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে রাতে শিশুটি জন্ম নেওয়ার পর সেখানে কেউ ফেলে রেখে গেছে। এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে। পরে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত