শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জে দুই তরুণ-তরুণীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের দামগারা কারিগর পাড়া ও মাসিমপুর চালুঞ্জা তালুকদার পাড়ায় এ ঘটনা ঘটে।
আত্মহত্যাকারী ওই তরুণের নাম সবুজ মিয়া (২১)। তিনি মাঝিহট্টের দামগারা কারিগর পাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। অপরদিকে নিহত মার্জিয়া জান্নাত (১৯) একই ইউনিয়নের মাসিমপুর চালুঞ্জা তালুকদারপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে। তিনি নামুজা ডিগ্রি কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, মার্জিয়া ও সবুজের মধ্যে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। ছেলের আর্থিক অবস্থা খারাপ হওয়ায় মেয়ের বাড়ির লোকজন তাঁদের সম্পর্ক মেনে না নেওয়ায় বিগত ২ বছর আগে তাঁরা বাড়ি থেকে পালিয়ে যায়। কিন্তু অভিভাবকদের আশ্বাসে পরে তাঁরা আবার বাড়িতে ফিরে আসে। এক মাস আগে মার্জিয়ার বাবা মা প্রবাসী এক যুবকের সঙ্গে মোবাইল ফোনে ভিডিও কলে বিয়ে দেয়। এঘটনার রেশ ধরে গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে মার্জিয়া ও সবুজের মাঝে মোবাইলে বাগ্বিতণ্ডা হয়। এতে রাগে ক্ষোভে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে মার্জিয়া। এদিকে মার্জিয়ার আত্মহত্যার খবর শুনে আত্মহত্যা করে সবুজও।
সবুজের মা নাদিরা বেগম আজকের পত্রিকাকে জানান, আমার ছেলে ও ওই মেয়ে দুই বছর আগে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল। কিন্তু মেয়ের পরিবার সেই বিয়ে মেনে নেয়নি। এক মাস আগে এক প্রবাসীর সঙ্গে ভিডিও কলে জান্নাতের বিয়ে দেয় তাঁর পরিবার। কিন্তু তারপরেও জান্নাত মাঝে মাঝে আমাদের বাড়িতে আসত। ঘটনার দিনেও তারা দুজন দেখা করেছিল বলেও জানান মা নাদিরা।
মেয়ের পরিবারের লোকজন জানান, মার্জিয়াকে সবুজ বিয়ে করেনি। তবে তাদের দুজনের মধ্য সম্পর্ক ছিল।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বগুড়ার শিবগঞ্জে দুই তরুণ-তরুণীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের দামগারা কারিগর পাড়া ও মাসিমপুর চালুঞ্জা তালুকদার পাড়ায় এ ঘটনা ঘটে।
আত্মহত্যাকারী ওই তরুণের নাম সবুজ মিয়া (২১)। তিনি মাঝিহট্টের দামগারা কারিগর পাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। অপরদিকে নিহত মার্জিয়া জান্নাত (১৯) একই ইউনিয়নের মাসিমপুর চালুঞ্জা তালুকদারপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে। তিনি নামুজা ডিগ্রি কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, মার্জিয়া ও সবুজের মধ্যে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। ছেলের আর্থিক অবস্থা খারাপ হওয়ায় মেয়ের বাড়ির লোকজন তাঁদের সম্পর্ক মেনে না নেওয়ায় বিগত ২ বছর আগে তাঁরা বাড়ি থেকে পালিয়ে যায়। কিন্তু অভিভাবকদের আশ্বাসে পরে তাঁরা আবার বাড়িতে ফিরে আসে। এক মাস আগে মার্জিয়ার বাবা মা প্রবাসী এক যুবকের সঙ্গে মোবাইল ফোনে ভিডিও কলে বিয়ে দেয়। এঘটনার রেশ ধরে গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে মার্জিয়া ও সবুজের মাঝে মোবাইলে বাগ্বিতণ্ডা হয়। এতে রাগে ক্ষোভে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে মার্জিয়া। এদিকে মার্জিয়ার আত্মহত্যার খবর শুনে আত্মহত্যা করে সবুজও।
সবুজের মা নাদিরা বেগম আজকের পত্রিকাকে জানান, আমার ছেলে ও ওই মেয়ে দুই বছর আগে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল। কিন্তু মেয়ের পরিবার সেই বিয়ে মেনে নেয়নি। এক মাস আগে এক প্রবাসীর সঙ্গে ভিডিও কলে জান্নাতের বিয়ে দেয় তাঁর পরিবার। কিন্তু তারপরেও জান্নাত মাঝে মাঝে আমাদের বাড়িতে আসত। ঘটনার দিনেও তারা দুজন দেখা করেছিল বলেও জানান মা নাদিরা।
মেয়ের পরিবারের লোকজন জানান, মার্জিয়াকে সবুজ বিয়ে করেনি। তবে তাদের দুজনের মধ্য সম্পর্ক ছিল।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, রাধানগর গ্রামের রাখাল চন্দ্র রায় নামে এক ব্যক্তি ১৯৭৩ সালে ৩৩ শতাংশ জমি বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য দান করেন। পরবর্তীতে ১৯৮৮ সালে তার নাতি অরূপ রায় ওই জমিতে বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। অবশিষ্ট ৫৫ শতাংশ জমি সরকারি নথিতে খেলার মাঠ হিসেবে উল্লেখ করা আছে। ২০১৩ সালে বিদ্যালয়টি জাতীয়কর
২ মিনিট আগেজানা যায়, জনদুর্ভোগ কমাতে গত ১৬ এপ্রিল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেতুর দুই পাশে দুটি সাইনবোর্ড লাগানো হয়। এতে সেতুর ওপর সব ধরনের দোকানপাট ও যানবাহন রাখা নিষেধ বলে সতর্ক করা হয়। ২০১১ সালে নির্মিত এই নতুন সেতুতে যানজট এড়াতে একসময় ট্রাফিক পুলিশ রাখা হলেও কয়েক মাস পর তাদের তুলে নেওয়া হয়।
১৮ মিনিট আগে২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে পর্যন্ত রফিকুল আলমকে বিএনপির কোনো কর্মসূচিতে দেখা যায়নি। সেই সময় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নদভীর সঙ্গে তার ঘনিষ্ঠতা ও ব্যবসা ছিল। অভিযোগ আছে, গত ১৬ বছর আওয়ামী লীগের শাসনামলে তিনি ওইসব নেতাদের সঙ্গে মিলে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে
১ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুরানো জাহাজের সরঞ্জাম বিক্রির দুটি দোকান ও একটি অক্সিজেন সিলিন্ডারের দোকানসহ মোট তিনটি দোকান পুড়ে গেছে। এ ছাড়া, মার্কেটের আরও কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাদামবিবিরহাট চেয়ারম্যান
১ ঘণ্টা আগে