Ajker Patrika

নারী উদ্যোক্তাকে যৌন হয়রানি, ইউপি চেয়ারম্যান বরখাস্ত

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ১৭: ০৩
নারী উদ্যোক্তাকে যৌন হয়রানি,  ইউপি চেয়ারম্যান বরখাস্ত

নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাসুদ রানাকে যৌন হয়রানির অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। 

গতকাল সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সাঈদ-উর-রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ রানা। তাঁর বিরুদ্ধে একই ইউনিয়নের ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) এক নারী উদ্যোক্তাকে যৌন হয়রানি এবং অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগ তদন্তে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার আইনে নওগাঁ জেলা প্রশাসককে ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হলো। 

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, চেয়ারম্যান মাসুদ রানা কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪ (৪) (ঘ) ধারার অপরাধ সংঘটিত করায় একই আইনের ধারা ৩৪ (১) অনুযায়ী উল্লিখিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে তাঁর পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো। 

নারী উদ্যোক্তার করা অভিযোগ সূত্রে জানা যায়, চেয়ারম্যান মাসুদ রানা ওই নারী উদ্যোক্তাকে বিভিন্নভাবে যৌন হয়রানি করতেন। মাসুদ রানা তাঁকে মোবাইল ফোনে এবং বেশ কিছু চিঠির মাধ্যমে দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্কের প্রস্তাব দিয়ে আসছিলেন। ওই প্রস্তাবে রাজি না হওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে ওই নারী উদ্যোক্তার ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নেন এবং কিছু গোপন তথ্য ডিলিট করে দেন। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে মোবাইল ফোনটি তিনি ফেরত দেন। 

ওই নারী উদ্যোক্তা বিবাহিত এবং তাঁর যমজ কন্যাসন্তান রয়েছে। চেয়ারম্যানের এমন প্রস্তাবের কারণে কর্মক্ষেত্রে ও সংসারে কলহের সৃষ্টি হয়েছে, যার কারণে বিবাহবিচ্ছেদও ঘটে। এমন অবস্থায় ইউনিয়ন ডিজিটাল সেন্টারে কাজ এবং সামাজিক চলাচলে বাধার সৃষ্টি হয়েছে ও নানাভাবে হেয়প্রতিপন্ন হতে হচ্ছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ২০২২ সালের ১৩ জুন স্থানীয় সরকার মন্ত্রণালয়, জেলা প্রশাসক, স্থানীয় সরকার বিভাগ নওগাঁর উপপরিচালক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করেন তিনি। 

সাময়িক বরখাস্তের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মাসুদ রানা বলেন, ‘সাময়িক বরখাস্ত করা হয়েছে আমাকে। তবে আমি আইনিভাবে লড়ব।’ 

বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে স্থানীয় সরকার বিভাগ নওগাঁর উপপরিচালক উত্তম কুমার রায় বলেন, ‘স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি চিঠি সোমবার বিকেলে হাতে পেয়েছি। তাঁর পরিবর্তে যিনি প্যানেল চেয়ারম্যান আছেন, তিনি দায়িত্ব পালন করবেন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত