দুর্গাপুর (রাজশাহী) রাজশাহী
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় পুকুরের পানিতে পড়ে ভাতিজি ও ফুফুর মৃত্যু হয়েছে। দুজনই শারীরিক প্রতিবন্ধী। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতেরা হলেন ফুপু হিরা খাতুন (২৪) ও ভাতিজি মেঘা খাতুন (৮)। দুর্গাপুর উপজেলা সদরের এরশাদ আলীর মেয়ে হিরা ও মোরশেদ আলীর মেয়ে মেঘা।
স্থানীয়রা জানান, প্রথমে মেঘা পুকুরের পানিতে ডুবে যায়। তাঁকে তুলতে গিয়ে ফুফুও পানিতে পড়ে ডুবে যান। এতে দুজনেরই মৃত্যু হয়।
দুর্গাপুর মহিলাবিষয়ক কার্যালয়ের অফিস সহকারী মিজানুর রহমান বলেন, ‘আজ সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা চত্বরে ভেতর দিয়ে যাওয়ার পথে পুকুরে ওই দুজনের লাশ পানিতে ভাসতে দেখি। এ সময় পাশেই মডেল মসজিদের নির্মাণকাজের শ্রমিকদের সহযোগিতায় তাঁদের পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার দায়িত্বরত চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।’
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ধারণা করা হচ্ছে, প্রথমে ভাতিজি পুকুরের পানিতে ডুবে যায়। তাকে তুলতে গিয়ে ফুফুও পানিতে পড়ে ডুবে যান।
ওসি আরও বলেন, হিরার স্বামী নয়ন আলীর অভিযোগ থাকায় তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে। অন্যদিকে কোনো অভিযোগ না থাকায় মেঘার মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় পুকুরের পানিতে পড়ে ভাতিজি ও ফুফুর মৃত্যু হয়েছে। দুজনই শারীরিক প্রতিবন্ধী। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতেরা হলেন ফুপু হিরা খাতুন (২৪) ও ভাতিজি মেঘা খাতুন (৮)। দুর্গাপুর উপজেলা সদরের এরশাদ আলীর মেয়ে হিরা ও মোরশেদ আলীর মেয়ে মেঘা।
স্থানীয়রা জানান, প্রথমে মেঘা পুকুরের পানিতে ডুবে যায়। তাঁকে তুলতে গিয়ে ফুফুও পানিতে পড়ে ডুবে যান। এতে দুজনেরই মৃত্যু হয়।
দুর্গাপুর মহিলাবিষয়ক কার্যালয়ের অফিস সহকারী মিজানুর রহমান বলেন, ‘আজ সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা চত্বরে ভেতর দিয়ে যাওয়ার পথে পুকুরে ওই দুজনের লাশ পানিতে ভাসতে দেখি। এ সময় পাশেই মডেল মসজিদের নির্মাণকাজের শ্রমিকদের সহযোগিতায় তাঁদের পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার দায়িত্বরত চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।’
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ধারণা করা হচ্ছে, প্রথমে ভাতিজি পুকুরের পানিতে ডুবে যায়। তাকে তুলতে গিয়ে ফুফুও পানিতে পড়ে ডুবে যান।
ওসি আরও বলেন, হিরার স্বামী নয়ন আলীর অভিযোগ থাকায় তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে। অন্যদিকে কোনো অভিযোগ না থাকায় মেঘার মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
রাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
৬ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
২০ মিনিট আগেচট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের বিরুদ্ধে নিজ ক্ষমতার বাইরে গিয়ে এবং সরকারি নীতিমালার তোয়াক্কা না করে সরকারি খাস জায়গা পাঁচ বছরের জন্য বন্দোবস্ত দিয়েছেন। ১০০ টাকার স্ট্যাম্পে একটি অস্থায়ী ভাড়ানামা চুক্তিপত্র সম্পাদনের মাধ্যমে সরকারি এই জায়গা দেওয়া হয়েছে।
২৭ মিনিট আগেযশোরে সাম্প্রতিক সময়ে খুনাখুনির পাশাপাশি চুরি-ছিনতাই বেড়ে গেছে। এমনকি প্রকাশ্যে দিনদুপুরে ঘটছে খুনের ঘটনা। সর্বশেষ এক দিনের ব্যবধানে দুটি হত্যাকাণ্ড ঘটে গেছে। এ নিয়ে গত মে থেকে ১৩ আগস্ট পর্যন্ত প্রায় সাড়ে ৩ মাসে ২৩ জন হত্যার শিকার হয়েছেন। এ ছাড়া রাত নামলেই ছিনতাই ও চুরি হচ্ছে অহরহ।
১ ঘণ্টা আগে