নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রির সময় রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের এক কাউন্সিলর প্রার্থীর জন্য সমর্থকদের বিরুদ্ধে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে। নগরীর ২১ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও এবারের নির্বাচনের প্রার্থী নিযাম উল আযীমের সমর্থকদের বিরুদ্ধে এ অভিযোগ ওঠে।
এ নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোলাম ফারুক রিটার্নিং কর্মকর্তার কাছে গতকাল শনিবার লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে বলা হয়, গতকাল শনিবার নগরীর সাবিত্রী উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে টিসিবির কার্ডধারীদের মধ্যে পণ্য বিক্রি করা হচ্ছিল। কাউন্সিলর নিযাম উল আযীম তার নিজস্ব লোকজন দিয়ে টিসিবির পণ্য বিক্রি করছিলেন। তার লোকজন তখন ভোটারদের বলছিলেন, ‘টিসিবির পণ্য নাও, ঠেলাগাড়ি (নিযাম উল আযীমের নির্বাচনী প্রতীক) মার্কায় ভোট দাও।’ বর্তমান কাউন্সিলর এভাবে ভোটারদের প্রভাবিত করছিলেন।
শুধু তাই নয়, কাউন্সিলরের লোকজন প্লাস্টিক বোর্ডে ইভিএম মেশিন বানিয়ে শুধু ঠেলাগাড়ি প্রতীক রেখেছিলেন। কীভাবে ঠেলাগাড়ি প্রতীকে ভোট দিতে হবে, সেটিও ভোটারদের শিখিয়ে দেওয়া হচ্ছিল।
জানতে চাইলে ২১ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা উজ্জ্বল কুমার রায় আজকের পত্রিকাকে বলেন, অভিযোগ পেয়ে মৌখিকভাবে কাউন্সিলর প্রার্থী নিযাম উল আযীমকে সতর্ক করা হয়েছে। এ ছাড়া ব্যবস্থা নেওয়ার জন্য অভিযোগটি এই ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দেওয়া হয়েছে। তিনি ব্যবস্থা নেবেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কাউন্সিলর নিযাম উল আযীম আজকের পত্রিকাকে বলেন, ‘নাথিং টু সে অ্যাবাউট দিস। আসলে কিছু বলার নাই। আমি বর্তমান কাউন্সিলর এই ওয়ার্ডের। ওয়ার্ডবাসী এবার ইভিএমে প্রথম ভোট দেবেন। সে জন্য দেখানো হয়েছে কীভাবে ইভিএমে ভোট দিতে হয়। এটা জনস্বার্থে করা হয়েছে।’
টিসিবির পণ্য দেওয়ার বিনিময়ে ভোট চাওয়ার অভিযোগ অস্বীকার করেন তিনি বলেন, ‘আমি তো নিজে ছিলাম না। ভোট চাইলাম কখন? অন্য কেউ যদি স্বপ্রণোদিত হয়ে ভোট চায়, তাহলে আমার কী করার আছে!’
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রির সময় রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের এক কাউন্সিলর প্রার্থীর জন্য সমর্থকদের বিরুদ্ধে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে। নগরীর ২১ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও এবারের নির্বাচনের প্রার্থী নিযাম উল আযীমের সমর্থকদের বিরুদ্ধে এ অভিযোগ ওঠে।
এ নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোলাম ফারুক রিটার্নিং কর্মকর্তার কাছে গতকাল শনিবার লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে বলা হয়, গতকাল শনিবার নগরীর সাবিত্রী উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে টিসিবির কার্ডধারীদের মধ্যে পণ্য বিক্রি করা হচ্ছিল। কাউন্সিলর নিযাম উল আযীম তার নিজস্ব লোকজন দিয়ে টিসিবির পণ্য বিক্রি করছিলেন। তার লোকজন তখন ভোটারদের বলছিলেন, ‘টিসিবির পণ্য নাও, ঠেলাগাড়ি (নিযাম উল আযীমের নির্বাচনী প্রতীক) মার্কায় ভোট দাও।’ বর্তমান কাউন্সিলর এভাবে ভোটারদের প্রভাবিত করছিলেন।
শুধু তাই নয়, কাউন্সিলরের লোকজন প্লাস্টিক বোর্ডে ইভিএম মেশিন বানিয়ে শুধু ঠেলাগাড়ি প্রতীক রেখেছিলেন। কীভাবে ঠেলাগাড়ি প্রতীকে ভোট দিতে হবে, সেটিও ভোটারদের শিখিয়ে দেওয়া হচ্ছিল।
জানতে চাইলে ২১ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা উজ্জ্বল কুমার রায় আজকের পত্রিকাকে বলেন, অভিযোগ পেয়ে মৌখিকভাবে কাউন্সিলর প্রার্থী নিযাম উল আযীমকে সতর্ক করা হয়েছে। এ ছাড়া ব্যবস্থা নেওয়ার জন্য অভিযোগটি এই ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দেওয়া হয়েছে। তিনি ব্যবস্থা নেবেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কাউন্সিলর নিযাম উল আযীম আজকের পত্রিকাকে বলেন, ‘নাথিং টু সে অ্যাবাউট দিস। আসলে কিছু বলার নাই। আমি বর্তমান কাউন্সিলর এই ওয়ার্ডের। ওয়ার্ডবাসী এবার ইভিএমে প্রথম ভোট দেবেন। সে জন্য দেখানো হয়েছে কীভাবে ইভিএমে ভোট দিতে হয়। এটা জনস্বার্থে করা হয়েছে।’
টিসিবির পণ্য দেওয়ার বিনিময়ে ভোট চাওয়ার অভিযোগ অস্বীকার করেন তিনি বলেন, ‘আমি তো নিজে ছিলাম না। ভোট চাইলাম কখন? অন্য কেউ যদি স্বপ্রণোদিত হয়ে ভোট চায়, তাহলে আমার কী করার আছে!’
দীর্ঘ ১৫ বছর পর নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু। সাধারণ সম্পাদক হয়েছেন যুগ্ম আহ্বায়ক মামুনুর রহমান রিপন। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা...
৬ মিনিট আগেময়মনসিংহের তারাকান্দায় ছাত্রদল নেতা হিজবুল আলম জিয়েসের একটি টর্চার সেলের সন্ধান মিলেছে। সেখানে সাধারণ মানুষকে ধরে এনে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনার প্রতিবাদ করায় মহানগর ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক মামুন সরকার হামলার শিকার হন এবং থানায় মামলা করেন।
২৯ মিনিট আগেগাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় সরাসরি জড়িত থাকার অভিযোগে আরেক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল সোমবার রাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার নাম তুহিন। গাজীপুর মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) মো. রবিউল হা
৩৭ মিনিট আগেমাদারীপুরের শিবচরে নিখোঁজের ১২ দিন পরে মিজান শেখ (৪৫) নামের এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবারর (১২ আগস্ট) ভোরে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকায় মাটি চাপা অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।
৩৭ মিনিট আগে