Ajker Patrika

চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার যুবদল নেতা ও তাঁর দুই ছেলে জামিনে মুক্ত

নাটোর (লালপুর) প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নাটোরের লালপুরে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ওয়ার্ড যুবদলের এক নেতা ও তাঁর দুই ছেলে জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) নাটোর কারাগার থেকে তাঁরা মুক্তি পান। এর আগে গতকাল রোববার বিকেলে তাঁদের জামিন আদেশ দেওয়া হয়।

মুক্তি পাওয়া ব্যক্তিরা হলেন লালপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক ও লালপুর কলোনিপাড়া গ্রামের বাসিন্দা খোকন খাঁ (৫০), তাঁর দুই ছেলে ছাত্রদল কর্মী ফিরোজ (৩০) ও অনিক (২৪)।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়। এতে দেখা যায়, উপজেলার দক্ষিণ লালপুর কলোনিপাড়া গ্রামের ইউনিয়ন পরিষদ সদস্য জাহাঙ্গীরের বাড়িতে যুবদল নেতা খোকন ও তাঁর দুই ছেলে চাঁদার টাকা গুনছেন। আর ওই ইউপি সদস্য ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তা চেয়ে আর্তনাদ করছে। এটি নজরে এলে চাঁদাবাজির অভিযোগে গত শুক্রবার দিবাগত রাতে সেনাবাহিনী লালপুর কলোনিপাড়া গ্রামে অভিযান চালিয়ে ওয়ার্ড যুবদলের নেতা খোকন ও তাঁর দুই ছেলেকে আটক করে লালপুর থানায় হস্তান্তর করে।

এদিকে গত শনিবার সকাল ১০টার দিকে ওই তিনজনের মুক্তির দাবিতে প্রথমে লালপুর থানার সামনে বিএনপির নেতা-কর্মীরা জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করেন। পুলিশ তাঁদের সেখান থেকে সরিয়ে দিলে তাঁরা আবার লালপুর ত্রিমোহিনীতে অবস্থান নেন। দফায় দফায় অবরোধে লালপুর-নাটোর, লালপুর-ঈশ্বরদী ও লালপুর-বাঘা সড়কে চলাচলকারী শত শত যানবাহন আটকা পড়লে ব্যাপক জনদুর্ভোগের সৃষ্টি হয়। এরপর গত শনিবার দুপুরে আটক ব্যক্তিদের ১৫১ ধারায় অপরাধ নিবারণকল্পে অপরাধ প্রতিরোধ আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত