রিমন রহমান, রাজশাহী
রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মাইনুল ইসলাম স্বপন। তিনি রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরীর ফুফাতো ভাই। এই ইউপিতে আওয়ামী লীগের আরেক নেতা খাদেমুন নবী চৌধুরী বাবু দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে নেমেছেন। তিনি সাংসদ ওমর ফারুক চৌধুরীর চাচাতো ভাই।
দলীয় সূত্রে জানা গেছে, গোদাগাড়ী ও তানোর উপজেলা আওয়ামী লীগে বিরোধ অনেক দিনের। নেতা-কর্মীদের একটি অংশ সাংসদ ওমর ফারুক চৌধুরীর অনুসারী। আর দুই উপজেলার কিছু নেতা সাংসদবিরোধী। তাঁরা এলাকায় ‘সেভেন স্টার’ হিসেবে পরিচিত। এই সেভেন স্টারের একজন তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানী। গত বছর গোলাম রাব্বানীকে সরিয়ে খাদেমুন নবী চৌধুরীকে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছিল। কেন্দ্র তা শেষ পর্যন্ত মানেনি।
মাইনুল ইসলাম ও খাদেমুন নবী চৌধুরী দুজনেই সাংসদ ওমর ফারুক চৌধুরীর অনুসারী। এর মধ্যে মাইনুল কলমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং বর্তমান ইউপি চেয়ারম্যান। আর খাদেমুন নবী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে গতকাল রোববার উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সাংসদ ওমর ফারুক চৌধুরী কলমা ইউনিয়নেরই ভোটার।
দলীয় মনোনয়ন না পাওয়ার জন্য ভাই ওমর ফারুক চৌধুরীকে দায়ী করেছেন খাদেমুন নবী। তিনি গতকাল আজকের পত্রিকাকে বলেন, ‘কেন্দ্রে খোঁজ নিয়ে জানলাম, এমপিদের সুপারিশের ভিত্তিতেই মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি (সাংসদ) কেন আমাকে দিলেন না, তা বলতে পারব না। শুধু মানুষের চাওয়া আর চোখের পানি দেখে আমি স্বতন্ত্রভাবে ভোট করার সিদ্ধান্ত নিয়েছি। শেষ পর্যন্ত আমি ভোটে থাকব।’
দলীয় মনোনয়ন পাওয়া মাইনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সবাই একই বংশের লোক। খাদেমুন নবী এমপির চাচাতো ভাই, আমি ফুফাতো ভাই। আমাদের কথা ছিল, মনোনয়নের দৌড়ে আমরা সবাই থাকব। কিন্তু যে মনোনয়ন পাবে, তার পক্ষে আমরা সবাই কাজ করব। আমরা দুজন একসঙ্গে পাশাপাশি সিটে বসে মনোনয়ন ফরম নিতে ঢাকায় গিয়েছি। একসঙ্গে মনোনয়ন ফরম তুলেছি। প্রধানমন্ত্রী আমাকে নৌকা দিয়েছেন। এখন তাঁর ‘বিদ্রোহী’ প্রার্থী হওয়া ঠিক হচ্ছে না।’
বিষয়টি নিয়ে জানতে চাইলে সাংসদ ওমর ফারুক চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ঢাকায় আছি। খাদেমুন নবীর মনোনয়নপত্র সংগ্রহ করার বিষয়টি এখনো জানি না। তবে যদি তুলেই থাকেন, তাহলে সেটা দলীয় মনোনয়ন না পাওয়ার ক্ষোভ থেকে। আমরা বসলে সব ঠিক হয়ে যাবে।’
ইউপি নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামী ১১ নভেম্বর তানোর উপজেলার সাতটি ইউপির নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ২৬ অক্টোবর পর্যন্ত। পরদিন ২৭ অক্টোবর প্রতীক বরাদ্দ।
রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মাইনুল ইসলাম স্বপন। তিনি রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরীর ফুফাতো ভাই। এই ইউপিতে আওয়ামী লীগের আরেক নেতা খাদেমুন নবী চৌধুরী বাবু দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে নেমেছেন। তিনি সাংসদ ওমর ফারুক চৌধুরীর চাচাতো ভাই।
দলীয় সূত্রে জানা গেছে, গোদাগাড়ী ও তানোর উপজেলা আওয়ামী লীগে বিরোধ অনেক দিনের। নেতা-কর্মীদের একটি অংশ সাংসদ ওমর ফারুক চৌধুরীর অনুসারী। আর দুই উপজেলার কিছু নেতা সাংসদবিরোধী। তাঁরা এলাকায় ‘সেভেন স্টার’ হিসেবে পরিচিত। এই সেভেন স্টারের একজন তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানী। গত বছর গোলাম রাব্বানীকে সরিয়ে খাদেমুন নবী চৌধুরীকে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছিল। কেন্দ্র তা শেষ পর্যন্ত মানেনি।
মাইনুল ইসলাম ও খাদেমুন নবী চৌধুরী দুজনেই সাংসদ ওমর ফারুক চৌধুরীর অনুসারী। এর মধ্যে মাইনুল কলমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং বর্তমান ইউপি চেয়ারম্যান। আর খাদেমুন নবী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে গতকাল রোববার উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সাংসদ ওমর ফারুক চৌধুরী কলমা ইউনিয়নেরই ভোটার।
দলীয় মনোনয়ন না পাওয়ার জন্য ভাই ওমর ফারুক চৌধুরীকে দায়ী করেছেন খাদেমুন নবী। তিনি গতকাল আজকের পত্রিকাকে বলেন, ‘কেন্দ্রে খোঁজ নিয়ে জানলাম, এমপিদের সুপারিশের ভিত্তিতেই মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি (সাংসদ) কেন আমাকে দিলেন না, তা বলতে পারব না। শুধু মানুষের চাওয়া আর চোখের পানি দেখে আমি স্বতন্ত্রভাবে ভোট করার সিদ্ধান্ত নিয়েছি। শেষ পর্যন্ত আমি ভোটে থাকব।’
দলীয় মনোনয়ন পাওয়া মাইনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সবাই একই বংশের লোক। খাদেমুন নবী এমপির চাচাতো ভাই, আমি ফুফাতো ভাই। আমাদের কথা ছিল, মনোনয়নের দৌড়ে আমরা সবাই থাকব। কিন্তু যে মনোনয়ন পাবে, তার পক্ষে আমরা সবাই কাজ করব। আমরা দুজন একসঙ্গে পাশাপাশি সিটে বসে মনোনয়ন ফরম নিতে ঢাকায় গিয়েছি। একসঙ্গে মনোনয়ন ফরম তুলেছি। প্রধানমন্ত্রী আমাকে নৌকা দিয়েছেন। এখন তাঁর ‘বিদ্রোহী’ প্রার্থী হওয়া ঠিক হচ্ছে না।’
বিষয়টি নিয়ে জানতে চাইলে সাংসদ ওমর ফারুক চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ঢাকায় আছি। খাদেমুন নবীর মনোনয়নপত্র সংগ্রহ করার বিষয়টি এখনো জানি না। তবে যদি তুলেই থাকেন, তাহলে সেটা দলীয় মনোনয়ন না পাওয়ার ক্ষোভ থেকে। আমরা বসলে সব ঠিক হয়ে যাবে।’
ইউপি নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামী ১১ নভেম্বর তানোর উপজেলার সাতটি ইউপির নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ২৬ অক্টোবর পর্যন্ত। পরদিন ২৭ অক্টোবর প্রতীক বরাদ্দ।
নাঙ্গলকোট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়াকে শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে লক্ষ্য করে তীব্র ভাষায় বলতে শোনা যায়, ‘আপনারে কে এখানে বসাইছে, আমি তার কইলজা খুলিয়ালামু। আপনার কইলজাও খুলমু।’
৬ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেছে জাপানের ১১০ সদস্যের একটি বিনিয়োগকারী দল। ব্র্যাক ইপিএলের উদ্যোগে জাপানি প্রতিনিধিদলটি সোনারগাঁয়ের অনন্য স্থাপত্যকীর্তি প্রাচীন পানাম নগর, বড় সরদারবাড়ি, শিল্পাচার্য জয়নুল আবেদিন লোক ও কারুশিল্প জাদুঘর পরিদর্শন করে।
১৬ মিনিট আগেবগুড়ার আদমদীঘিতে মিনি ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৭০) নামের এক ব্যাটারিচালিত টমটমের চালক নিহত হয়েছেন। এ ছাড়া খন্দকার নিশাত নামের স্কুলশিক্ষক আহত হন। আজ মঙ্গলবার সকালে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাতে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে
১ ঘণ্টা আগে