Ajker Patrika

ছাঁটাই আতঙ্কে ৩০৭ জন শ্রমিক

প্রতিনিধি, লালপুর (নাটোর)
আপডেট : ১০ আগস্ট ২০২১, ০৯: ০৮
ছাঁটাই আতঙ্কে ৩০৭ জন শ্রমিক

বাংলাদেশ খাদ্য ও চিনি শিল্প করপোরেশন (বিএসএফআইসি) লোকবল কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে ছাঁটাই আতঙ্কে রয়েছেন নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের (নবেসুমি) ৩০৭ জন শ্রমিক-কর্মচারী। এ ছাড়াও লোকবল কমানোর সিদ্ধান্তে ১৫টি মিলে কর্মরত প্রায় সাড়ে চার হাজার মৌসুমি ও চুক্তিভিত্তিক নিয়োগকৃত শ্রমিক-কর্মচারী উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।

চিনিকল সূত্রে জানা যায়, বাংলাদেশ খাদ্য ও চিনি শিল্প করপোরেশন (বিএসএফআইসি) লোকবল কমানোর উদ্দেশ্যে রাষ্ট্রায়ত্ত সেতাবগঞ্জ, রংপুর, শ্যামপুর, পাবনা ও কুষ্টিয়া চিনিকলের মাড়াই কার্যক্রম স্থগিত করেছে। আগামী মৌসুমে রাজশাহী ও ফরিদপুর চিনিকল বন্ধ ঘোষণা করা হবে। বর্তমানে নাটোর, নর্থ বেঙ্গল, ঠাকুরগাঁও, জয়পুরহাট, কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেড, মোবারকগঞ্জ ও জিলবাংলা চিনিকল চালু রয়েছে। এদিকে নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডে মোট পদ সংখ্যা ১ হাজার ২৩৮টি। বর্তমানে কর্মরত আছেন ১ হাজার ১০৭ জন। দৈনিক হাজিরায় মৌসুমি শ্রমিক রয়েছেন ৩০৭ জন।

চিনিকলে দৈনিক ২৬০ টাকায় কর্মরত অফিস সহায়ক বুলবুল ইসলাম জানান, যেদিন কাজ থাকে না সেদিন ওই টাকাটা পান না। চাকরির বয়সও শেষ গেছে। কাজটা চলে গেলে পরিবার নিয়ে একেবারে পথে বসতে হবে।

নবেসুমি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু বলেন, মিলের বিভিন্ন বিভাগে দীর্ঘ ২০ বছর ধরে শূন্য পদের বিপরীতে দৈনিক হাজিরায় কাজ করে আসছেন তারা। অথচ মিল কর্তৃপক্ষ স্থায়ী নিয়োগ দেয়নি। মিল চালানোর স্বার্থে দৈনিক হাজিরায় রেজুলেশনের মাধ্যমেই তাদের মৌসুমি ও স্থায়ী পদের বিপরীতে যৎসামান্য টাকায় মিলের কার্যক্রম চালিয়ে আসছেন। অথচ সদর দপ্তরের কর্তাদের নির্দেশে মিল কর্তৃপক্ষ বলছেন, দৈনিক হাজিরার চাকরি কোনো চাকরি নয়। তখন প্রয়োজন ছিল তাই কাজ করানো হয়েছে, এখন প্রয়োজন নেই। এটা মেনে নেওয়া যায় না। গোল্ডেন হ্যান্ডশেক বা মৌসুমিদের অভ্যন্তরীণ ও দৈনিক হাজিরায় কর্মরতদের বিজ্ঞপ্তির মাধ্যমে সমন্বয় করার দাবি জানিয়ে লিখিত আবেদন করেছে শ্রমিক ইউনিয়ন। 

নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কৃষিবিদ হুমায়ুন কবীর বলেন, এই মিলে কর্মরত ৩৭৪ জন শ্রমিক-কর্মচারীকে ৮৯ দিনের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। শ্রমিক-কর্মচারী ইউনিয়নের আবেদনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা না যেতেই কাশ্মীরে বিস্ফোরণ!

বিশ্বে প্রথম পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর পথে কি পরমাণু শক্তিধর দুই দেশ

লঞ্চের ওপর তরুণীকে প্রকাশ্যে পেটাচ্ছিলেন যুবক, ভিডিও ভাইরাল

ভারতের সেনাপ্রধানের ক্ষমতা বাড়াল কেন্দ্রীয় সরকার

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচার হবে ট্রাইব্যুনালে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত