লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে ইমোতে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের ঘটনায় নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন—উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকায়া গ্রামের লোকমান সরদারের ছেলে স্বাধীন মিয়া (২২) ও বাকনাই গ্রামের রুস্তম আলীর স্ত্রী সামিয়ারা ইয়াসমিন (৪৫)। তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার পুরাসুন্দা (পশ্চিমগাও) গ্রামের মোছা. রাহানা খাতুন লালপুর থানায় ইমো প্রতারণার একটি মামলা করেন। ওই মামলায় উল্লেখ করা হয় লালপুরের সোহাগ মিয়া, স্বাধীন মিয়া ও সামিয়ারা ইয়াসমিনের যোগসাজশে রাহানা খাতুনের ছেলে মো. অপু মিয়া (২২) ও মেয়ের স্বামী মো. রুবেল মিয়ার (৩৩) সঙ্গে প্রতারণা করে ৭০ হাজার ৪৪০ টাকা আত্মসাৎ করেন। পরে পুলিশ স্বাধীন মিয়া ও সামিয়ারা ইয়াসমিনকে গ্রেপ্তার করেন। এ সময় তাদের কাছ থেকে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে টাকা আত্মসাতের কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন বলেন, আসামিদের আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে। দীর্ঘদিন থেকে এই প্রতারক চক্র ইমোর মাধ্যমে দেশ ও বিদেশের মানুষের টাকা হাতিয়ে নিত। অপরাধের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
নাটোরের লালপুরে ইমোতে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের ঘটনায় নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন—উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকায়া গ্রামের লোকমান সরদারের ছেলে স্বাধীন মিয়া (২২) ও বাকনাই গ্রামের রুস্তম আলীর স্ত্রী সামিয়ারা ইয়াসমিন (৪৫)। তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার পুরাসুন্দা (পশ্চিমগাও) গ্রামের মোছা. রাহানা খাতুন লালপুর থানায় ইমো প্রতারণার একটি মামলা করেন। ওই মামলায় উল্লেখ করা হয় লালপুরের সোহাগ মিয়া, স্বাধীন মিয়া ও সামিয়ারা ইয়াসমিনের যোগসাজশে রাহানা খাতুনের ছেলে মো. অপু মিয়া (২২) ও মেয়ের স্বামী মো. রুবেল মিয়ার (৩৩) সঙ্গে প্রতারণা করে ৭০ হাজার ৪৪০ টাকা আত্মসাৎ করেন। পরে পুলিশ স্বাধীন মিয়া ও সামিয়ারা ইয়াসমিনকে গ্রেপ্তার করেন। এ সময় তাদের কাছ থেকে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে টাকা আত্মসাতের কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন বলেন, আসামিদের আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে। দীর্ঘদিন থেকে এই প্রতারক চক্র ইমোর মাধ্যমে দেশ ও বিদেশের মানুষের টাকা হাতিয়ে নিত। অপরাধের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
২ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
৪ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
১০ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে