রাজবাড়ী প্রতিনিধি
ঘন কুয়াশার কারণে সাড়ে আট ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়।
সকাল ৮টায় দৌলতদিয়া ফেরিঘাটে গিয়ে দেখা যায়, ঘন কুয়াশার কারণে একটু দূরেও কিছু দেখা যাচ্ছে না। ফেরি বন্ধ থাকায় ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের এক কিলোমিটার এলাকায় অর্ধশত যাত্রীবাহী পরিবহন ও পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে। শীতে ভোগান্তিতে রয়েছেন আটকে থাকা যানবাহনের চালক ও যাত্রীরা।
ঝিনাইদহ থেকে ছেড়ে আসা ট্রাকচালক আবদুল্লাহ বলেন, ‘২০ মিনিট আগে ঘাটে এলেই হয়তো সারা রাত বসে থাকতে হতো না। শীতে তো কষ্ট হয়েছেই। এখন কী করার আছে! কুয়াশায় কিছু দেখা না গেলে ফেরি চলবে কীভাবে?’
রাবেয়া পরিবহনের যাত্রী কামরুল ইসলাম বলেন, ‘ভোরে যখন বাসে উঠি, তখন দেখি কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না। সকালে ঘাটে এসে জানি ফেরি বন্ধ। দুই ঘণ্টা বসে আছি।’
আরেক যাত্রী কাকলি ইসলাম বলেন, ‘শীতে অধিকাংশ রাতেই কুয়াশায় ফেরি চলাচল বন্ধ থাকবে। ফেরি চলাচল বন্ধ থাকলে আমাদের কষ্ট হয়। এ জন্য দৌলতদিয়া-পাটুরিয়ায় একটা সেতু দরকার।’
এ বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ আজকের পত্রিকাকে বলেন, ঘন কুয়াশার কারণে শনিবার রাত ১টা থেকে দুর্ঘটনা এড়াতে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সে সময় মাঝ নদীতে আটকা পড়ে চারটি ফেরি। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় অর্ধশত যানবাহন আটকা পড়ে। তাতে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। কুয়াশা কেটে গেলে আজ সকাল সাড়ে ৯টায় ফেরি চলাচল শুরু হয়। মাঝ নদীতে আটকে থাকা ফেরিগুলো ঘাটে ভেড়ে।
ঘন কুয়াশার কারণে সাড়ে আট ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়।
সকাল ৮টায় দৌলতদিয়া ফেরিঘাটে গিয়ে দেখা যায়, ঘন কুয়াশার কারণে একটু দূরেও কিছু দেখা যাচ্ছে না। ফেরি বন্ধ থাকায় ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের এক কিলোমিটার এলাকায় অর্ধশত যাত্রীবাহী পরিবহন ও পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে। শীতে ভোগান্তিতে রয়েছেন আটকে থাকা যানবাহনের চালক ও যাত্রীরা।
ঝিনাইদহ থেকে ছেড়ে আসা ট্রাকচালক আবদুল্লাহ বলেন, ‘২০ মিনিট আগে ঘাটে এলেই হয়তো সারা রাত বসে থাকতে হতো না। শীতে তো কষ্ট হয়েছেই। এখন কী করার আছে! কুয়াশায় কিছু দেখা না গেলে ফেরি চলবে কীভাবে?’
রাবেয়া পরিবহনের যাত্রী কামরুল ইসলাম বলেন, ‘ভোরে যখন বাসে উঠি, তখন দেখি কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না। সকালে ঘাটে এসে জানি ফেরি বন্ধ। দুই ঘণ্টা বসে আছি।’
আরেক যাত্রী কাকলি ইসলাম বলেন, ‘শীতে অধিকাংশ রাতেই কুয়াশায় ফেরি চলাচল বন্ধ থাকবে। ফেরি চলাচল বন্ধ থাকলে আমাদের কষ্ট হয়। এ জন্য দৌলতদিয়া-পাটুরিয়ায় একটা সেতু দরকার।’
এ বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ আজকের পত্রিকাকে বলেন, ঘন কুয়াশার কারণে শনিবার রাত ১টা থেকে দুর্ঘটনা এড়াতে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সে সময় মাঝ নদীতে আটকা পড়ে চারটি ফেরি। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় অর্ধশত যানবাহন আটকা পড়ে। তাতে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। কুয়াশা কেটে গেলে আজ সকাল সাড়ে ৯টায় ফেরি চলাচল শুরু হয়। মাঝ নদীতে আটকে থাকা ফেরিগুলো ঘাটে ভেড়ে।
জামালপুরের সরিষাবাড়ীতে বজ্রপাতে সিফাত হোসেন (১৮) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে ধোপাদহ গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলার ভাটারা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
৫ মিনিট আগেশরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় পারিবারিক শত্রুতার জেরে ছয় বছরের শিশু তায়েবাকে তার আপন চাচি আয়শা বেগম হত্যা করে পাশের বাড়ির সেপটিক ট্যাংকে ফেলে রাখেন বলে জানিয়েছে পুলিশ।
৭ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মাসুদ পারভেজ মঞ্জুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামের জৈনা বাজার এলাকা থেকে গতকাল শনিবার রাতে মঞ্জুকে গ্রেপ্তার করা হয়। তিনি নগরহাওলা গ্রামের...
১৯ মিনিট আগেপার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, ‘অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। ধর্ষণকারী, নারী নির্যাতনকারী, অস্ত্রধারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ আজ রোববার খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সুপ্রদীপ চাকমা বলেন...
২১ মিনিট আগে