Ajker Patrika

চার ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌরুটে ফেরি চলাচল শুরু

রাজবাড়ী প্রতিনিধি
চার ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌরুটে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার সাড়ে চার ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ৫টা থেকে কুয়াশার কারণে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় ঘাটে বেশ কিছু যানবাহন আটকে থাকায় ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। পরে কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে ৯টায় ফেরি চলাচল শুরু হয়।

ফেরি চলাচল বন্ধ কালীনে সরেজমিনে দেখা গেছে, কুয়াশার চাঁদরে ঘাট এলাকার চারপাশ ঢাকা পড়েছে। ঘাট এলাকায় ফেরি পারের অপেক্ষায় রয়েছে কিছু পণ‍্যবাহী ট্রাক। ঘাটের পল্টুনের ওপরে কিছু যাত্রী অপেক্ষা করছে।

ঢাকাগামী একজন যাত্রী মিঠু সরদার বলেন, ‘ব‍্যক্তিগত কাজে ঢাকাতে যাচ্ছি। ৮টার সময় দৌলতদিয়া ফেরিঘাটে এসে দেখি কুয়াশায় ফেরি বন্ধ।’

আরেক যাত্রী সালমা আক্তার বলেন, ‘সকাল ৭টা থেকে ফেরি ঘাটে বসে আছি; কখন ফেরি চলবে সেই অপেক্ষায়। কুয়াশায় ফেরি বন্ধ থাকায় দুর্ভোগ তো হচ্ছেই। দুই ঘণ্টা ধরে বসে আছি।’

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন বলেন, ‘ভোর ৫টার দিকে হঠাৎ কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। সে সময় নদী পথ দৃষ্টি সিমার বাইরে চলে গেলে নৌ-দুর্ঘটনা এড়াতে এরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। 

সালাহ উদ্দিন আরও বলেন, ফেরি চলাচল বন্ধ করে দেওয়ায় কিছু যানবাহন আটকা পড়ে। এতে দুর্ভোগের শিকার হন চালক ও যাত্রীরা। কুয়াশা কেটে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়। তবে যানবাহনের চাপ না থাকায় ঘাট এলাকায় নেই যানজট। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে ইহুদিদের হানুক্কা উৎসবে গুলি, নিহত অন্তত ১০

এলাকার খবর
Loading...